রাজ্যের নিজস্ব অ্যাপ ‘সেল্ফ স্ক্যান’ চালু করে ‘স্বদেশী’ বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যের নিজস্ব অ্যাপ ‘সেল্ফ স্ক্যান’ চালু করে ‘স্বদেশী’ বার্তা মুখ্যমন্ত্রীর

কলকাতা: তথ্য চুরির অভিযোগে ইতিমধ্যে ৫৯টি চিনা অ্যাপস নিষিদ্ধ ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার৷ একই সঙ্গে বেশ কিছু অ্যাপ গুগল প্লে স্টোর থেকে নামিয়ে দেওয়া হয়েছে৷ গ্রাহক সুরক্ষার স্বার্থে যখন অ্যাপস ব্যবহার ঘিরে অনিয়ম চলছে, ঠিক তখনই, বাংলায় প্রথম সাধারণ জনতার ব্যবহারে সরকারি অ্যাপ চালু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আজ নবান্নে দাঁড়িয়ে ‘সেল্ফ স্ক্যান’ অ্যাপ চালুর ঘোষণা করেন মুখ্যমন্ত্রী৷

আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে ঘোষণা করেন, ‘‘আমার মনে হয় এটা তরুণ প্রজন্মের খুব কাজে আসবে৷ আপনারা সম্প্রতি শুনছিলেন, এই দেশের স্ক্যান, ওই দেশের স্ক্যান৷ বিভিন্ন স্ক্যান অ্যাপ৷ আমরা আদৌ তা ব্যবহার করব কি না, আমরা মনে হয় বাংলায় প্রথম, মনে হয়৷ যতটা সম্ভব৷ আমাদের সমস্যা হচ্ছে, আমরা কৃতিত্ব নিতে জানি না৷ কৃতিত্বটা কখনও কখনও গৌরবের সঙ্গে নিতে হয়৷ এই অ্যাপ আমাদের আইটি ডিপার্টমেন্ট করেছে৷ আমরা একটা, রাজ্যের আইটি ডেভেলপ করেছে৷ মোবাইল অ্যাপ সেল্ফ স্ক্যানের সূচনা করলাম আজ৷’’

অ্যাপের সূচনা করে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘বাইরে যাওয়ার দরকার নেই৷ সেল্ফ স্ক্যান, এই ধরনের অন্যান্য বাজারচলতি স্ক্যান অ্যাপের তুলনায় আরও উন্নত, সুবিধাজনক এবং সুরক্ষিত৷ এতে স্ক্যান করা ডকুমেন্ট এডিট করা যায়৷ এতে ব্যবহারকারী কোনও তথ্য সার্ভারে জমা হয় না৷ অর্থাৎ একটি সম্পূর্ণ সুরক্ষিত৷ ব্যবহারকারীর তথ্য সার্ভারে জমা হয় না৷ এটি ব্যক্তিগত এবং নিরাপদ অ্যাপ৷ এটি সম্পূর্ণ বিনামূল্যে৷ বিজ্ঞাপন নেই৷ এটি সম্পূর্ণভাবে আমাদের বাংলার আইটি ডিপার্টমেন্ট তৈরি করেছে৷ আমি তাঁদের অভিনন্দন জানাই৷’’

এরপর স্বদেশীআনা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘অ্যাপ ইউজ করবেন৷ কোন অ্যাপ ব্যবহার করবেন, কোন অ্যাপ ব্যবহার করেব না, নানারকম বিতর্ক চলছে৷ সেই তর্ক বিতর্কে না গিয়ে আমি তো নিশ্চয়ই চাইব, আমাদের দেশেরটা হোক৷ সুতরাং স্বদেশীআনা কাকে বলে, এবং আজ বাংলা যেটা ভাবে গোটা পৃথিবী কাল ভাবে৷ আমি অভিনন্দন জানাচ্ছি, স্ক্যান অ্যাপ মানেই সেল্ফ স্ক্যান৷ নিজের নিজের ছবি তুলুন৷  নিজে স্ক্যান করুন৷ সযত্নে রক্ষা করুন৷ পয়সা লাগবে না৷ কিছুই লাগবে না৷ এটা আপনার ঘরের জিনিস তো৷ তাই আপনার কাছে থাকবে৷ ওখানে গিয়ে কেউ নাক গলাতে পারবে না৷ আপনার গোপনীয়তার অধিকার কেড়ে নিতে পারবে না৷’’

মুখ্যমন্ত্রী বলেন, ‘‘এই অ্যাপ সবাই ব্যবহার করুন৷ বাংলা তৈরি করল৷ এটা পৃথিবীজুড়ে চলবে৷ সারা পৃথিবীর ছেলেমেয়েরা এটা ব্যবহার করতে পারবে৷ যেটা ভালো, সেটা সবাই গ্রহণ করতে পারবে৷ আমাদের ভালো আপনারা গ্রহণ করুন৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − 10 =