‘অবিলম্বে বাংলার বকেয়া টাকা মিটিয়ে দিন’, ফের মমতায় নীরব মোদী

‘অবিলম্বে বাংলার বকেয়া টাকা মিটিয়ে দিন’, ফের মমতায় নীরব মোদী

 

কলকাতা: বকেয়া বেতন-সহ আমফানে ক্ষতিগ্রস্থ প্যাকেজ,  জিএসটির পাওয়া নিয়ে এবার সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দরবারে নিজের দাবি-দাওয়া পেশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আজ বিকেলে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করেন তিনি৷

আরও পড়ুন- শারীরিক সমস্যা হারিয়ে ১.৫ ফুটের দেবার্ণিতা আজ কলেজমুখী, প্রবল ইচ্ছাশক্তির জয়

রাজ্য সরকার করোনা চিকিৎসায় কী কী ব্যবস্থা নিচ্ছে, সে বিষয়েও প্রধানমন্ত্রীকে অবহিত করেছেন৷ মুখ্যমন্ত্রী জানান, করোনা মোকাবিলায় আশা কর্মীর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন৷ রাজ্য সরকার সেফ হোম নির্মাণ করেছে৷ টেস্টের সংখ্যা দিনে দিনে আরও বাড়ানো হচ্ছে৷

আরও পড়ুন- অতিথি অধ্যাপকদের প্রতি বঞ্চনা! মুখ্যমন্ত্রী-শিক্ষামন্ত্রীর কাছে চিঠি

এদিন মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে ল্যাবের সংখ্যা বাড়লে ভালো হয়৷ যেখানে সরকারের নিয়ন্ত্রণ রাখতে পারে৷ আশা কর্মীরা অভূতপূর্ব কাজ করছেন৷ রাজ্যে ৮১টি কোভিড হাসপাতাল নির্মাণ করা হয়েছে৷ বাংলায় টেলিমেডিসিন ব্যবস্থা চালু করেছে৷ ২৪ ঘণ্টা পরিষেবা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷

আরও পড়ুন- ৩০০ টাকা কেজি লঙ্কা, বেগুন ৭০! অগ্নিমূল্য সবজি, খাবে কী জনতা?

এদিন সরাসরি মুখ্যমন্ত্রী কেন্দ্রে বঞ্চনার অভিযোগ তোলেন৷ প্রধানমন্ত্রীকে সরাসরি জানান, কেন্দ্রের কাছে ৫৩ হাজার কোটি টাকা বকেয়া রয়েছে৷ সেই টাকা অবিলম্বে কেন্দ্র সরকারের যেন মিটিয়ে দেয়৷ জানান, করোনা মোকাবিলায় আড়াই হাজার কোটি টাকার বেশি খরচ হয়ে গিয়েছে৷ কেন্দ্রের কাছে রাজ্য সরকার ৫৩ হাজার কোটি টাকা পাওনা রয়েছে৷ সেটা তাড়াতাড়ি মিটিয়ে দিলে রাজ্য সরকারের সুবিধা হবে৷ কেন্দ্র এই বকেয়া টাকা মিটিয়ে দিলে করোনা মোকাবিলায় উপকার হবে৷ একইসঙ্গে জিএসটি সংক্রান্ত যে সমস্ত বকেয়া রয়েছে তাও দিতে বলেন মুখ্যমন্ত্রী৷যদিও বাংলার এই বঞ্চনা প্রসঙ্গে একটি শব্দও খরচ করেননি প্রধানমন্ত্রী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + nine =