‘ভুল খবরে বিভ্রান্তি ছড়াচ্ছে,’ ইন্ডিয়া জোট নিয়ে অবস্থান স্পষ্ট করলেন মমতা

কলকাতা: দিল্লিতে ‘ইন্ডিয়া জোট’ ক্ষমতায় এলে বাইরে থেকে তাতে সমর্থন জোগাবে তৃণমূল কংগ্রেস৷ সরকারে থাকবে না৷ মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘোষণা করতেই রাজনৈতিক মহলে নানা প্রশ্ন…

কলকাতা: দিল্লিতে ‘ইন্ডিয়া জোট’ ক্ষমতায় এলে বাইরে থেকে তাতে সমর্থন জোগাবে তৃণমূল কংগ্রেস৷ সরকারে থাকবে না৷ মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘোষণা করতেই রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে৷ ধেয়ে আসছে একাধিক কারণ ও ব্যাখ্যা৷ এমতাবস্থায় নিজের অবস্থানের স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, ‘‘আমি জোটে আছি। আমি জোট তৈরি করেছি। তাই জোটে থাকবও। সেখানে তো এখানকার সিপিএম নেই। এখানকার কংগ্রেসও নেই। তাই সর্বভারতীয় স্তরে আমরা জোটে থাকব। ভুল বোঝাবুঝির কোনও জায়গা নেই। ভুল খবর ছড়ানো হচ্ছে। এতে বিভ্রান্তি হচ্ছে।”

মমতার মন্তব্যের পর ভোটবঙ্গে জোট-নীতি নিয়ে একটা বিশাল ধন্দ তৈরি হয়েছে। বাংলায় তৃণমূল নেত্রী ‘একলা চলো’ নীতি নিয়েছেন। একযোগে আক্রমণ শানাচ্ছেন বাম-কংগ্রেসের বিরুদ্ধে৷ এরই মধ্যে ‘ইন্ডিয়া’ জোটের ভবিষ্যৎ নিয়ে ধন্দ তৈরি হয়৷ তারই ব্যাখ্যা দিলেন আজ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *