করোনা কেড়ে নিল মুখ্যমন্ত্রীর কাছের মানুষকে! প্রয়াত মেজো ভাই

করোনা কেড়ে নিল মুখ্যমন্ত্রীর কাছের মানুষকে! প্রয়াত মেজো ভাই

কলকাতা: করোনা ভাইরাস সংক্রমণের জেরে এবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারে শোকের ছায়া। প্রয়াত মুখ্যমন্ত্রীর মেজো ভাই অসীম বন্দ্যোপাধ্যায়। প্রায় মাসখানেক ধরে তিনি চিকিৎসাধীন ছিলেন শহরের একটি বেসরকারি হাসপাতালে। এদিন সকালে তাঁর মৃত্যু হয়। পরিবার সূত্রে খবর, করোনাভাইরাস নিয়ম বিধি মেনেই আজ দুপুরে নিমতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে তাঁর। উল্লেখ্য, করোনায় প্রধানমন্ত্রীর পরিবারেও থাবা বসিয়েছিল। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে প্রধানমন্ত্রীর কাকিমা নর্মদাবেন মোদীর। তাঁর বয়স হয়েছিল ৮০।

শেষ পাওয়া তথ্য অনুযায়ী, গত এক দিনে রাজ্যে মৃত্যু হয়েছে ১৩৬ জনের! মৃত্যুর সংখ্যা দিয়ে সেই প্রথম দূরে রয়েছে উত্তর ২৪ পরগনা এবং কলকাতা। এদিকে রাজ্যে একদিনের সুস্থ হয়েছেন ১৯,১২১ জন। তাদের মধ্যে ৩,৯২৯ জন কলকাতার। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে আক্রান্ত হলেন ২০,৮৪৬ জন। সংক্রমিতদের মধ্যে ৪,১৯৭ জনই উত্তর ২৪ পরগনার, দ্বিতীয় স্থানে কলকাতা, এখানে একদিনে আক্রান্ত ৩,৯৫৫ জন। এদিকে রাজ্যে যে ১৩৬ জনের মৃত্যু হয়েছে তার মধ্যে ৪২ জনই উত্তক ২৪ পরগনার। অর্থাৎ দৈনিক মৃত্যুর নিরিখে প্রথম স্থানে ওই জেলা। দ্বিতীয় স্থানে কলকাতা। সেখানে একদিনে মৃত্যু হয়েছে ৩৪ জনের। এখনও পর্যন্ত করোনায়  মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১২, ৯৯৩। আশার ব্যাপার, রাজ্যে উল্লেখযোগ্য ভাবে বেড়েছে সুস্থতার হার। এদিন সুস্থতার হার ৮৬. ৭৮ শতাংশ।এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ৯,৫০,০১৭। রাজ্যের মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১০,৯৪, ৮০২।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ২৬ হাজার ৯৮ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা হল ২ কোটি ৪৩ লক্ষ ৭২ হাজার ৯০৭ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩৮৯০ জনের। স্বাস্থ্যমন্ত্রক জানাচ্ছে, এই মুহূর্তে দেশে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ৩৬ হাজার ৭৩ হাজার ৮০২জন। সুস্থ হয়েছেন ২ কোটি ৪ লক্ষ ৩২ হাজার ৮৯৮ জন। করোনা ভাইরাসের কারণে এখনও পর্যন্ত দেশে মৃত্যু হয়েছে  ২ লক্ষ ৬৬ হাজার ২০৭ জনের। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × four =