mamata banerjee
কলকাতা: স্পেন ও দুবাই সফর সেরে দেশে ফিরলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের জন্য লগ্নি টানতে গত ১১ সেপ্টেম্বর কলকাতা বিমানবন্দর থেকে দুবাই-এর উদ্দেশে রওনা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। দুবাই থেকে পৌঁছন স্পেনে৷ সেখানে মাদ্রিদ ও বার্সেলোনায় গুরুত্বপূর্ণ বৈঠক সেরে ফের আসেন দুবাই৷ সেখানেই বাণিজ্য বৈঠক সেরে অবশেষে এগারো দিন পর কলকাতায় ফিরলেন মমতা। এ দিন মুখ্যমন্ত্রীকে আনতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম।
দুবাইয়ের বিমান থেকে অবতরণের পর বিমানবন্দরেই সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, ‘‘বেশ কয়েকটা কাজ করতে পেরেছি। বড় বড় চুক্তিও হয়েছে।’’ তিনি আরও বলেন, ‘‘আমরা বাংলার জন্য বেশ কয়েকটি কাজ করেছি। আমাদের সঙ্গে যেমন শিল্পপতিরা ছিলেন, তেমন মোহনবাগান-মহামেডান-ইস্টবেঙ্গলের কর্তারাও গিয়েছিলেন। স্পেনে বেশ কয়েকটি বড়-বড় চুক্তি হয়েছে।’’ তাঁর কথায়, ‘‘মাদ্রিদ, বার্সেলোনা এবং দুবাইতে আমরা বাণিজ্য সম্মেলন করেছি। ফিকি এবং ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স সবটা আয়োজন করেছিল। এত সফল কর্মসূচি আমি খুব কম দেখেছি।’’
মুখ্যমন্ত্রীর স্পেনে থাকার সময় রাজ্যে বেশ কিছু ক্ষেত্রে লগ্নি নিয়ে আলোচনা হয়েছে বলে খবর। বিশ্বের প্রথম সারির বস্ত্র বিপণী সংস্থা জারা বাংলায় নিজেদের ম্যানুফ্যাকচারিং ইউনিট খোলার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে৷ এর পাশাপাশি লা লিগা কর্তৃপক্ষও বাংলার ফুটবলের উন্নয়নে সাহায্যের আশ্বাস দিয়েছে৷ এছাড়াও, দুবাইয়ে লুলু গ্রুপের সঙ্গেও বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতায় নিউটাউনে বিশ্বমানের একটি শপিং মল চালু করতে চান তারা৷ একইসঙ্গে আইটিসির চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর সঞ্জীব পুরী বাংলায় আরও হোটেল খুলবেন বলে জানিয়েছেন। ছিল আরও একটা চমক৷ মাদ্রিদ থেকে ভারতের প্রাক্তন ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায় ঘোষণা করেন, পশ্চিম মেদিনীপুরে জিন্দলদের ছেড়ে যাওয়া জমিতে ইস্পাত কারখানা গড়ে তুলবেন তিনি৷ এর জন্য আড়াই হাজার কোটি টাকা বিনিয়োগ করবেন বলেও জানিয়েছেন তিনি৷