কলকাতা: করোনা যাদ্ধাদের সম্মান জানিয়ে এবার একদিনের পূর্ণদিবস ছুটির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আজ নবান্নে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী জানান, বাংলা স্বাস্থ্যকর্মীরা নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে পরিষেবা দিচ্ছেন৷ তাঁদের সম্মান জানাতে রাজ্য সরকার বিধানচন্দ্র রায়ের জন্মদিনে জাতীয় চিকিৎসক দিবসে ছুটি ঘোষণা করছে৷
আজ মুখ্যমন্ত্রী জানান, কোভিড যোদ্ধাদের লড়াইয়ে সম্মান জানাতে বুধবার ছুটি দেওয়া হচ্ছে৷ বুধবারে রাজ্যের সমস্ত সরকারি দফতর ছুটির ঘোষণা করেছেন তিনি৷ তবে, জরুরি পরিষেবার এর আওতায় পড়ছে না৷ একইসঙ্গে পয়েলা জুলাই থেকে টেলিফোনের মাধ্যমে চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী৷ ফোনের মাধ্যমে চিকিৎসকদের পরামর্শ যাতে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, তার নিশ্চিত করতে এই উদ্যোগ বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘‘যাঁরা প্রথম শ্রেণিতে দাঁড়িয়ে করোনা বিরুদ্ধে লড়াই করছেন, তাদের উৎসর্গকৃত কাজের জন্য, পরিষেবা দেওয়ার জন্য, তাদের পরিবারের সদস্যদের সমর্থনের জন্য, আমরা প্রতিদিন তাঁদের সেলুট করি৷ কিন্তু একটি নির্দিষ্ট সম্মান জানাতে তাদের এই পরিষেবা, জীবন বাজি রেখে লড়াই করছেন, তাঁদের লড়াইকে সম্মান জানিয়ে আমরা ডাক্তার, নার্সিং, প্যারামেডিকেল, স্বাস্থ্যকর্মীরা, যাঁরা লড়ছেন, রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে, পয়লা জুলাই বুধবার দিন রাজ্য সরকার ছুটি দিচ্ছে৷ তাঁদের মনে রাখার জন্য, মনে করার জন্য এবং তাঁদের ঝুঁকি নিয়ে লড়াই করার জন্য, আমরা এই সিদ্ধান্ত নিচ্ছি৷’’