এত শিশুর মৃত্যু কেন? অ্যাডিনোভাইরাস নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী

এত শিশুর মৃত্যু কেন? অ্যাডিনোভাইরাস নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী

কলকাতা: রাজ্যে অ্যাডিনোভাইরাস নিয়ে চিন্তা বেড়েই চলেছে। শেষ কয়েকদিনে একাধিক শিশুর মৃত্যু হয়েছে একই সঙ্গে হাসপাতালে শিশু ভর্তির সংখ্যাও বাড়ছে। এই অবস্থা নিয়ে চিকিৎসকমহল এমনিতেই চিন্তিত, এবার উদ্বেগ প্রকাশ করলেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতিতে মঙ্গলবার নবান্নে জরুরি বৈঠক করেন তিনি এবং জানা গিয়েছে স্বাস্থ্য ভবনকে নয়া গাইডলাইন জারি করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। 

আরও পড়ুন: অ্যাডিনোভাইরাসের দোসর হচ্ছে নিউমোনিয়া! শিশুদের নিয়ে চিন্তা বৃদ্ধি

‘কেন এত শিশুর মৃত্যু? স্বাস্থ্য দফতর থেকে কী ব্যবস্থা নেওয়া হয়েছে’? এদিন রাজ্যের স্বাস্থ্যসচিবকে নবান্নে ডেকে পাঠিয়ে এই প্রশ্ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি নতুন গাইডলাইন জারি করে পরিস্থিতি যাতে আগে থেকে নিয়ন্ত্রণে আনা যায় সেই ব্যবস্থা করতে বলেছেন তিনি। আপাতত ৭ দিন পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে বলে সূত্রের খবর। তারপর সতর্কীকরণের কথা ভাববে সরকার, এমনটাই জানা গিয়েছে। ইতিমধ্যেই স্বাস্থ্য দফতর একাধিক পদক্ষেপ নিয়েছে। হাসপাতালগুলিকে বিভিন্ন নির্দেশও দেওয়া হয়েছে। তবে সাম্প্রতিক যা অবস্থা তাতে কোনও ভাবেই আশঙ্কা না করে থাকা যাচ্ছে না।