বামেদের প্রার্থী তালিকায় ঐশী-শতরূপ! টিকিট পেলেন সুজন-কান্তি

বামেদের প্রার্থী তালিকায় ঐশী-শতরূপ! টিকিট পেলেন সুজন-কান্তি

কলকাতা: দ্বিতীয় দফায় প্রার্থী তালিকা ঘোষণা করল বামফ্রন্ট৷ প্রার্থী তালিকায় রয়েছে বেশ কিছু চমক৷ তৃণমূল-বিজেপি’র হেভিওয়েটদের বিরুদ্ধে বামেরা ভরসা রাখল তারুণ্যে৷ তবে রয়েছে পুরনো মুখও৷ রয়েছেন হেভিওয়েটরাও৷ দেখা নেওয়া যাক কিছু উল্লেখযোগ্য কেন্দ্রে বামেদের প্রার্থী তালিকা৷ 

যাদবপুর কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছে বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী,  কসবা কেন্দ্র থেকে দাঁড়াচ্ছেন শতরূপ ঘোষ,  টালিগঞ্জে দেবদূত ঘোষ, চণ্ডীতলায় প্রার্থী মহম্মদ সেলিম, শিলিগুড়িতে দাঁড়াচ্ছেন অশোক ভট্টাচার্য,  হেভিওয়েট নন্দীগ্রামে বাম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়। 

এছাড়াও রায়দিঘি থেকে প্রার্থী হবেন কান্তি গঙ্গোপাধ্যায়, বালিগঞ্জে  ফুয়াদ হালিম,  পাণ্ডবেশ্বরে সুভাষ বাউরি, জামুড়িয়ায় ঐশী ঘোষ৷ নাটাবাড়ি থেকে দাঁড়াবেন বাম শরিক ফরওয়ার্ড ব্লকের প্রার্থী আবির হাসান৷ কামারহাটিতে সায়নদ্বীপ মিত্র৷ রাজারহাট-গোপালনগরে লড়বেন সপ্তর্ষি দেব৷ ইটাহারে দাঁড়িয়েছেন শ্রীকুমার মুখোপাধ্যায় (সিপিআই), করিমপুরে প্রভাব মজুমদার,  তেহট্টে সুবোধ বিশ্বাস, নবদ্বীপে স্বর্ণেন্দু সিং, কৃষ্ণনগর দক্ষিণে প্রার্থী সুমিত বিশ্বাস৷ 

আবার দমদম উত্তরে প্রার্থী তন্ময় ভট্টাচার্য, ভাতারে নজরুল হক, ইংরেজবাজার – কৌশিক মিশ্র,  মানিকতলায় প্রার্থী রূপা বাগচী, কাশীপুর- বেলগাছিয়া থেকে দাঁড়াবেন প্রতীক দাশগুপ্ত,  দুবরাজপুরে বিজয় বাগদি (ফরোয়ার্ড ব্লক), লহাটি কেন্দ্রে লড়বেন দীপক চট্টোপাধ্যায় (ফরোয়ার্ড ব্লক)৷  দমদমে বাম প্রার্থী পলাশ দাস, হেমতাবাদে  ভূপেন্দ্রনাথ বর্মন,  বালুরঘাটে সুচেতা বিশ্বাস (আরএসপি), তপন বিধানসভা কেন্দ্রে প্রার্থী রঘু ওঁরাও (আরএসপি), গঙ্গারামপুরে নন্দলাল হাজরা, হরিরামপুরে প্রার্থী রফিকুল ইসলাম,  হবিবপুরে ঠাকুর টুডু, গাজোলে অরুণ বিশ্বাস,  পাণ্ডবেশ্বরে সুভাষ বাউরি, দুর্গাপুর পূর্বে দাঁড়াচ্ছেন আভাস রায়চৌধুরী, রানিগঞ্জে হেমন্ত প্রভাকর৷  ডোমকলে বাম প্রার্থী মোস্তাফিজুর রহমান, বোলপুরে তপন হোড় (আরএসপি), নানুরে শ্যামলী প্রধান৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 1 =