বাংলার পুলিশ বেস্ট! পুলিশ কর্মীদের বড়সড় সুখবর দিলেন মুখ্যমন্ত্রী

বাংলার পুলিশ বেস্ট! পুলিশ কর্মীদের বড়সড় সুখবর দিলেন মুখ্যমন্ত্রী

 

কলকাতা: পুলিশ ‘বিদ্রোহ’ রুখতে এবার বড়সড় পদক্ষেপ নেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বাংলার পুলিশ ‘বেস্ট’, অন্য রাজ্যগুলির সঙ্গে তুলনা করে নবান্ন থেকে এমনই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ একই সঙ্গে পুলিশের অন্দরে করোনা সংক্রমণ ঠেকাতে ও পুলিশ কর্মীদের পদোন্নতি ও বদলি সংক্রান্ত সমস্যা মেটাতে বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী৷

আজ নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী বলেন, ডিউটি করতে গিয়ে ১৮ জন পুলিশ কর্মী প্রাণ হারিয়েছেন৷ তাঁদের সম্মানে আগামী পয়লা সেপ্টেম্বর পুলিশ দিবস হিসেবে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এদিন মুখ্যমন্ত্রী জানান, পুলিশকর্মীদের স্মরণ করতে প্রতি বছর পয়লা সেপ্টেম্বর পুলিশ দিবস হিসেবে পালন করা হবে৷

এদিন মুখ্যমন্ত্রী জানান, মহামারীর আইনে রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করা হয়েছে৷ কেউ কেউ নিয়ম ভেঙে মিছিল মিটিং করছে৷ তাদের সামলাতে গিয়ে পুলিশ কর্মীরা সংক্রমিত হচ্ছে৷ আর সেই কারণে পুলিশ সংক্রমণ ঠেকাতে নতুন ব্যারাক তৈরি করা হচ্ছে৷ দূরত্ব বিধি মেনে নতুন ব্যারাক তৈরি হবে৷ এত বড় রাজ্য একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটছে যা অনুচিত৷ তার জন্য পুলিশ কর্মীদের কাঠগড়ায় তোলা হচ্ছে এটা অনুচিত৷ পয়লা সেপ্টেম্বর থেকে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড তৈরি হবে৷ তাঁদের পদোন্নতি ও বদলি সংক্রান্ত সমস্যা মেটানো হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + eleven =