এবার বাড়ি বসে মিলবে চিকিৎসা, গড়ে তোলা হল কোভিড ওয়ারিয়র ক্লাব: মমতা

এবার বাড়ি বসে মিলবে চিকিৎসা, গড়ে তোলা হল কোভিড ওয়ারিয়র ক্লাব: মমতা

73831543f8a608244c8ad2279337a841

কলকাতা: নবান্নের বৈঠকে এদিন আরও একবার চিকিৎসকদের কুর্নিশ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি বলেন, আগামী ১ জুলাই বাংলার প্রথম মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের জন্মদিন৷ এছাড়াও এদিনটি ডক্টরস ডে হিসাবে পালিত হয়৷ আজকের দিনে দাঁড়িয়েও ব্যাপক স্বাস্থ্য সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে গোটা দেশ৷ যারা কোভিড-১৯ এর বিরুদ্ধে দিন রাত এক করে লড়ছেন, তাঁদের জন্য আমরা গর্বিত৷ কোভিডের বিরুদ্ধে লড়াই করা চিকিৎসক, নার্স, প্যারামেডিক্যাল স্টাফ এবং সামনের সারিতে দাঁড়িয়ে নিঃস্বার্থভাবে যাঁরা কাজ করে চলেছেন তাঁদের কুর্নিশ জানাই৷ এই যোদ্ধাদের মানসিকভাবে সমর্থন জুগিয়ে চলেছেন তাঁদের পরিবারের সদস্যরাও৷ জীবন বাজি রেখে লড়াই চালিয়ে যাচ্ছেন তাঁরা৷ কোভিড-যোদ্ধাদের এই লড়াইকে সম্মান জানিয়েই ১ জুলাই, বুধবার ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী৷ 

তিনি আরও বলেন, ১ জুলাই জাতীয় চিকিৎসক দিবস৷ এই উপলক্ষে এদিন জাতীয় ছুটি ঘোষণা করে জীবন দিয়ে যাঁরা লড়াই করছেন, তাঁদের সম্মান জানানো উচিত৷ এছাড়াও মুখ্যমন্ত্রী জানান, ১ জুলাই থেকে রাজ্যে টেলিমেডিসিন চালু করার উদ্যোগ নিয়েছে সরকার৷ যাঁরা করোনা পরিস্থিতিতে সরাসরি চিকিৎসকের সঙ্গে পরামর্শ করতে পারছেন না, তাঁরা টেলিফোনের মাধ্যমে নিজেদের সমস্যার কথা আলোচনা করতে পারবেন৷ প্রতিটি জেলার জন্য আলাদা সেটআপ তৈরি করা হবে৷ ১ জুলাইয়ের জন্য ১২টি ফোন প্রস্তুত আছে৷ আস্তে আস্তে ফোনের সংখ্যা আরও বাড়ানো হবে৷ 

সারা বিশ্বজুড়েই করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে৷ সম্প্রতি আন্তর্জাতিক উড়ান বন্ধ করা হয়েছে৷ কিন্তু দূরপাল্লার ট্রেন বা বিশেষ ট্রেন এবং অভ্যন্তরীণ বিমান পরিষেবা এখনও চালু রয়েছে৷ যে সকল রাজ্যে করোনা প্রকোপ অত্যন্ত বেশি, সে সকল রাজ্য থেকে কিছুদিনের জন্য ট্রেন বন্ধ রাখার আর্জি জানানো হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, বাইরে থেকে লোক আসার পরই রাজ্যে সংক্রমণ আরও বেড়ে গিয়েছে৷ পরিযায়ীদের বিষয়টা সামলে নেওয়া গিয়েছে৷ কিন্তু রোগ যাতে আর বৃদ্ধি না পায়, মানবিকতার খাতিরে সেই দিকটি বিচার করে করোনা সংক্রমিত নির্দিষ্ট পাঁচটি রাজ্য থেকে ট্রেন আসা বন্ধ রাখার আর্জি জানিয়েছেন মুখ্য সচিব৷ এ বিষয়ে একটি চিঠিও পাঠিয়েছেন তিনি৷ 

মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের ভিতরে বিমান চলাচলে আপত্তি নেই তাঁদের৷ পাশাপাশি নির্দিষ্ট পাঁচটি রাজ্য বাদ দিয়ে অন্যান্য রাজ্য থেকে সপ্তাহে একদিন বিমান চালানোর আর্জিও জানিয়েছেন তিনি৷ মেট্রো প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, এখনই সকলের জন্য মেট্রো চালানো সম্ভব নয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ৷ তাঁরা জানিয়েছেন, জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের জন্য মেট্রো চালানো যেতে পারে৷ এর জন্য একটি নির্দিষ্ট অ্যাপও আনা হচ্ছে৷ এ বিষয়ে রেল বর্ডের চেয়ারম্যানের সঙ্গে কথা বলবেন মুখ্য সচিব৷ 

যাঁরা করোনাকে হারিয়ে সুস্থ্য হয়ে উঠেছেন, তাঁদের নিয়ে কোভিড ওয়ারিয়র ক্লাব তৈরি করা হয়েছে বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়৷ বহরমপুর থেকে এই পরিকল্পনার সূত্রপাত করা হয়েছে৷ ইতিমধ্যেই সেখানে ৬০ জনকে পাওয়া গিয়েছে, যাঁরা করনোর সঙ্গে লড়াই করে জীবন যুদ্ধে ফিরে এসেছেন৷ তাঁদের মধ্যে কিছু মানুষ যাতে করোনাকে ভয় না পেয়ে, কোভিড আক্রান্ত রোগীদের সেবায় হাসপাতালে কাজ করতে পারেন, সেই লক্ষ্যেই এই ক্লাব গড়ে তোলা হয়েছে৷ কোভিড ওয়ারিয়র ক্লাবের ৬০ জন সদস্যের মধ্যে ১০ জন মালদা মেডিক্যাল কলেজে, ১০ জন মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে এবং ৪০ জন কলকাতায় কাজ করতে রাজি হয়েছেন বলেও জানান মুখ্যমন্ত্রী৷ তাঁদের নিত্য খরচ দেওয়া ছাড়াও আনুষঙ্গিক খরচ দেওয়া হবে বলে জানান তিনি৷ মুখ্যমন্ত্রী বলেন, আগামী দিনে জেলায় জেলায় তৈরি করা হবে কোভিড ওয়ারিয়্যার ক্লাব৷ যাঁরা রোগীদের ভয় না পেয়ে, তাঁদের পাশে দাঁড়াবেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *