কলেজ-পরীক্ষা বিতর্কে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যপালকে তীব্র আক্রমণ

কলেজ-পরীক্ষা বিতর্কে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যপালকে তীব্র আক্রমণ

কলকাতা: কলেজ বিশ্ববিদ্যালয় পরীক্ষা বিতর্কের মাঝে এবার নিজেদের অবস্থান স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কলেজ বিশ্ববিদ্যালয় পরীক্ষা বিতর্কে রাজ্যপালকে তীব্র আক্রমণ করেলেন মুখ্যমন্ত্রী৷ সরাসরি রাজ্যপালের তোলা অভিযোগ খারিজ করে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন, রাজ্য সরকারের দেওয়া নির্দেশিকা অনুযায়ী কলেজ ও বিশ্ববিদ্যালয়ের মূল্যায়ন প্রক্রিয়া শুরু হবে৷

আজ নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেখানে জানান, ‘‘পরীক্ষা ব্যাপারটা নিয়ে ইউজিসি সরকার আগে যেটা অর্ডার করেছিল, সেই অনুযায়ী কীভাবে মূল্যালয় করা হবে, সেই অনুযায়ী আমরা কার্যকর করতে বলেছি৷ তাতে ছাত্রদের মধ্যে বিভ্রান্তি তৈরি না হয়, এটা ইতিমধ্যেই উচ্চ শিক্ষা দফতর ও শিক্ষক-পড়ুয়াদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আগের মূল্যায়ন নির্দেশিকা কার্যকর হবে৷’’

এরপর রাজ্যপালের বিরুদ্ধে সরব হন মুখ্যমন্ত্রী৷ জানান, ‘‘রাজ্যপাল যা করছেন, দিনে দু’বার রাজ্যপালের কাছে গিয়ে প্রণাম করে আসার পরিস্থিতি তৈরি হয়েছে৷ আমরা তো ওঁর চাকর-বাকর৷ নির্বাচিত নয়৷’’ আজ সাংবাদিক বৈঠক করে রাজ্যপাল জানিয়েছিলেন, রাজ্য সরকার তাঁর থেকে কোন পরামর্শ নেয় না৷ আজ মুখ্যমন্ত্রী নবান্নের একগুচ্ছ নথি দেখিয়ে জানান, রাজ্যপালের সঙ্গে রাজ্যের নিয়মিত যোগাযোগ হয়৷ তিনিও গতকাল তাঁকে চার বার ফোন করেছিলেন৷ এই বিষয়ে পূর্ণাঙ্গ কথা হয়েছে৷ এরপরও রাজ্যপালকে কার্যত মনে করিয়ে দেন মুখ্যমন্ত্রী৷ জানান, রাজ্যের উপাচার্যদের সম্মান করুন৷ রাজনীতি ভুলে রাজ্য সরকারের সঙ্গে কাজ করার বার্তা দিয়েছেন তিনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 − three =