অঙ্গনওয়াড়ি এবং আশাকর্মীদের বেতন বাড়ালেন মুখ্যমন্ত্রী মমতার, এপ্রিল থেকেই মিলবে সুখবর

অঙ্গনওয়াড়ি এবং আশাকর্মীদের বেতন বাড়ালেন মুখ্যমন্ত্রী মমতার, এপ্রিল থেকেই মিলবে সুখবর

cm-announces-salary-hike-for-bengal-anganwadi-workers

Anganwadi Workers

কলকাতা: অঙ্গনওয়াড়ি এবং আশাকর্মীদের বেতনবৃদ্ধির কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মঙ্গলবারই তিনি জানিয়েছিলেন, বুধবার সকাল ১০টায় বিশেষ ঘোষণা করবেন৷ কথা মতো, বুধবার সকাল ১০টায় সোশ্যাল মিডিয়ায় নিজের পাতায় আশা এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতনবৃদ্ধির কথা ঘোষণা করে সুখবর দেন মুখ্যমন্ত্রী মমতা।

মুখ্যমন্ত্রী জানান, আশাকর্মীদের বেতন ৭৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেতন বাড়ছে অঙ্গনওয়াড়ি কর্মীদেরও৷ তাঁদেরও ৭৫০ টাকা বেতন বাড়ানো হয়েছে।

আইসিডিএস সহকারী বা আইসিডিএস হেল্পারদের বেতনও বাড়ছে৷ মাসে ৫০০ টাকা করে বর্ধিত বেতন পাবেন তাঁরা। এপ্রিল থেকেই নতুন বর্ধিত বেতন দেওয়া হবে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + nine =