কলকাতা-রাজ্য পুলিশের পুজোর বোনাস একই, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

কলকাতা-রাজ্য পুলিশের পুজোর বোনাস একই, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

cm-announces-salary-hike-for-bengal-anganwadi-workers

cm

কলকাতা: পুলিশে নিয়োগ নিয়ে গতকালই বড় সিদ্ধান্তের কথা সামনে এসেছে। এবার রাজ্য সরকারের তরফে পুজোর বোনাস নিয়ে ঘোষণা করা হল এবং তা করলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসলে কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের সিভিক ভলান্টিয়ারদের মধ্যে পুজোর বোনাস নিয়ে বৈষম্যের অভিযোগ তুলেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজ কার্যত তারই জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী। 

সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল মারফত মমতা বন্দ্যোপাধ্যায় এদিন স্পষ্টভাবে জানান, পশ্চিমবঙ্গ পুলিশের অধীনে কর্মরত সিভিক ভলান্টিয়াররাও কলকাতা পুলিশের অধীনে কর্মরত সিভিক ভলান্টিয়ারদের মতো ৫ হাজার ৩০০ টাকা পুজোর বোনাস পাবেন। তাঁর বক্তব্য, কিছু রাজনৈতিক দল এবং নেতা অসৎ উদ্দেশে কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের মধ্যে বিভেদ তৈরি করতে চাইছে। কিন্তু যা বলা হচ্ছে তা সঠিক নয়। প্রসঙ্গত, বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর দাবি ছিল, পুজোয় কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়াররা বোনাস পাবেন ৫ হাজার ৩০০ টাকা, আর রাজ্যে কর্মরত বাকি সিভিক ভলান্টিয়াররা পাবেন ২ হাজার টাকা। 

উল্লেখ্য, গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হওয়া মন্ত্রিসভার বৈঠক থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ১২ হাজারের বেশি পুলিশে নিয়োগ করা হবে রাজ্যে। তাঁদের মধ্যে ৮ হাজার ৪০০ জন পুরুষ এবং ৩ হাজার ৬০০ জন মহিলা। এও জানা গিয়েছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে হবে এই নিয়োগ। যদিও বিরোধীদের কটাক্ষ, ভোটের আগে শুধু প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। কোনও কিছুই পূরণ করা হবে না। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten + 10 =