এবার খুলছে ফুলের বাজার, মিলবে পান, বিড়ি বাঁধা সুযোগ! ঘোষণা মুখ্যমন্ত্রীর

এবার খুলছে ফুলের বাজার, মিলবে পান, বিড়ি বাঁধা সুযোগ! ঘোষণা মুখ্যমন্ত্রীর

72c638cc35d054f401d608eb19366fd0

কলকাতা:  লকডাউনের মধ্যেও চালু ছিল সব্জিবাজার। এবার ফুল ও পান চাষীদের জন্য সুখবর। আগামীকাল থেকে নিয়ম মেনেই রাজ্যে চালু হচ্ছে রাজ্যের ফুল বাজার। রাজ্য ও জেলা প্রশাসনের কাছে নির্দেশিকাও পাঠানো হয়েছে ফুলের গাড়িকে ছাড় দেওয়ার জন্য। মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার থেকে কলকাতর পাশাপাশি জেলাগুলিতেও কিছু ফুলবাজার খুলবে। লকডাউনের নিয়ম মেনে স্থানীয় ফুল বিক্রেতারাও কাল থেকেই দোকানে ফুল বিক্রি করতে পারবেন।

এদিন বিড়ি শ্রমিকদের জন্যেও কয়েকটি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। পারিবারের সদস্যের নিয়ে বাড়িতে বসেই বিড়ি বাঁধা যাবে। যেখানে বাইরের লোক থাকবে সেখানে সাতজনের বেশি লোক থাকলে হবে না এবং এক্ষেত্রে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে বিড়ি বাঁধার কাজ করা যাবে। তবে বিড়ি  শ্রমিকরা নিজেরা বাজারে গিয়ে দোকানে বিড়ি পৌঁছে দিতে পারবেন না। একজন করে ডিসট্রিবিউটর বিড়ি শ্রমিকদের বাড়ি থেকে বিড়ি সংগ্রহ করে নিয়ে যাবেন। বৈঠকে রাজ্যের রেশন ব্যবস্থা নিয়েও কিছু নির্দেশিকা দেওয়া হয়েছে।
 

সেখানে বলা হয়েছে, রেশন দোকান থেকে সরকারি নিয়ম মেনেই সরকারের পাঠানো খাদ্য সামগ্রী বন্টন করা হবে। এই সামগ্রী কোনো রাজনৈতিক দলের মাধ্যমে বন্টন করা যাবেনা। কোনো রাজনৈতিক দল, ক্লাব বা কোনো স্বেচ্ছাসেবী সংগঠন খাদ্য সামগ্রী বন্টন করতে চাইলে রেশন দোকান থেকে সেইসব সামগ্রী নিতে পারবেন না। তাদের নিজেদের টাকায় বাইরে থেকে সেইসব জিনিস কিনতে হবে। এদিন বাজার বা কিষান মান্ডিগুলোতে অযথা ভিড় না করার আবেদন জানিয়েছেন মমতা।

অন্যদিকে, ভিন রাজ্যে আটকে পড়া যে শ্রমিকদের কাছে পর্যাপ্ত সাহায্য পৌঁছানো হচ্ছে না তাদের যথাযথ সাহায্য ও নিরাপত্তার জন্য, সেই রাজ্যের সরকারের কাছে আবেদন জানানো হয়েছে বলে বৈঠকে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি তামিলনাড়ু থেকে পালিয়ে আসা ৪৯জন শ্রমিক নিরাপদে একটি ক্যাম্পে আছেন বলেও জানিয়েছেন। নবান্ন থেকে জানানো হয়েছে, এপরাজ্যের করোনা আক্রান্তের সংখ্যা ৬৯। করোনায় মৃত্যু হয়েছে ৫ জনের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *