কলকাতা: করোনা পরিস্থিতি মোকাবিলায় এবার নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ করোনা রুখতে যাঁরা বিভিন্ন স্তরে কাজ করছেন, তাঁদের পাঁচ লক্ষ টাকার পরিবর্তে ১০ লক্ষ টাকা বিমা ঘোষণা মুখ্যমন্ত্রীর৷ একই সঙ্গে বিমার মেয়াদ আরও বাড়িয়ে দেওয়ার ঘোষণাও করেছেন তিনি৷ সরকারি ও বেসরকারি সমস্ত স্বাস্থকর্মী সহ পুলিশ, আশাকর্মী, সাফাইকর্মীরা এই সুবিধা পাবেন বলেও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী৷
করোনা পরিস্থিতি নিয়ে নবান্নে ভিডিও কনফারেন্সে মিটিং করেন মুখ্যমন্ত্রী৷ সেখানে তিনি জানা, করোনা পরিস্থিতির মধ্যে যাঁরা দিনরাত এক করে প্রাণের ঝুঁকি নিয়ে কাজ করছেন, তাঁদের বিমার মেয়াদ ১৫ এপ্রিল থেকে বাড়িয়ে ৫ মে পর্যন্ত বাড়ানো হবে৷ একই সঙ্গে বিমা মূল্য ৫ থেকে বেড়ে ১০ লক্ষ টাকা করার কথাও জানান মুখ্যমন্ত্রী৷ আজ নবান্ন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সমস্ত জেলার স্বাস্থ্য কর্মী আধিকারিক প্রশাসনের কর্তা ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেন তিনি৷ সেখান থেকেই স্বাস্থ্য কর্মীদের জন্য রাজ্য সরকারের ঘোষণা করা বিমান মেয়াদ বৃদ্ধির ঘোষণা করেন মুখ্যমন্ত্রী৷
এছাড়াও চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ভাইরাস প্রতিরোধক পোশাক দেওয়ার বিষয়ে আশ্বাস দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ভাইরাস প্রতিরোধক পোশাক নিয়ে চিকিৎসকদের অভিযোগ শুনি পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন মুখ্যমন্ত্রী৷ জানান, আগামীকাল থেকেই স্বাস্থ্যকর্মীরা ভাইরাস প্রতিরোধক পোশাক যথাযথভাবে পেয়ে যাবেন৷
এর আগে গত মঙ্গলবার ‘প্রচেষ্টা’ নামে একটি নয়া প্রকল্পের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, যাঁদের আয় নেই, কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে, তাঁদের কথা ভেবেই এই প্রকল্প এনেছে রাজ্য সরকার৷ ‘প্রচেষ্টা’-র মাধ্যমে আর্থিক সংকটে থাকা মানুষরা মাসে এক হাজার টাকা সাহায্য পাবেন বলে জানান মুখ্যমন্ত্রী৷ আগামী ১৫ এপ্রিল থেকে এই প্রকল্পে আবেদন করা যাবে বলেও জানান তিনি৷ পাশাপাশি, আজ মুখ্যমন্ত্রী জানান, করোনা মোকাবিলায় যাঁরা নিরন্তন কাজ করে চলেছেন, সেইরকম মানুষের জন্য ১০ লক্ষ টাকার বিমার ব্যবস্থা করা হবে৷ মাস্ক, করোনা মোকাবিলার জন্য বিশেষ পোশাক-সহ বিভিন্ন সরঞ্জামের জন্য ২০০ কোটি টাকার তহবিল করা হয়েছে বলেও জনান তিনি৷