economical corridor
কলকাতা: বাংলা জুড়ে শিল্পের অবস্থা নিয়ে বিরোধীদের কটাক্ষ কিছু কম হয় না। তবে তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বলেছিলেন যে, বাংলা এবার শিল্পের দিকে আরও বেশি করে ঝুঁকবে। সেই লক্ষ্যে পৌঁছতে ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে। এবার বড় এক ঘোষণা করা হল। এদিন মুখ্যমন্ত্রী জানালেন, বঙ্গে তিনটি অর্থনৈতিক করিডর গড়ে তোলা হবে। পশ্চিমবঙ্গকে অন্যান্য রাজ্য তো বটেই, দেশ তথা বিশ্বের সঙ্গে জুড়তে এই পদক্ষেপ।
জানানো হয়েছে, ডানকুনি থেকে হলদিয়া, ডানকুনি থেকে কল্যাণী ও ডানকুনি থেকে রঘুনাথপুর পর্যন্ত এই অর্থনৈতিক করিডর গড়ে তোলা হবে। বাংলাকে গোটা বিশ্বের প্রবেশপথ হিসাবে তুলে ধরাই মূল লক্ষ্য বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া রাজ্য থেকে যে হাজার হাজার বেকার যুবক যুবতী কাজের খোঁজে ভিন রাজ্যে চলে গিয়েছেন, তারাও যাতে বঙ্গে কাজ পেয়ে ফিরে আসেন, সেই চেষ্টাও করা হচ্ছে। তবে যে ঘোষণা করা হয়েছে তা কতটা বাস্তবায়িত হবে, সেটা নিয়েও প্রশ্ন তুলেছে বিরোধীরা।
একাধিক বিরোধী শিবিরের বক্তব্য, তৃণমূল কংগ্রেস ১০ বছরের বেশি ক্ষমতায় আছে রাজ্যে। কিন্তু এখনও পর্যন্ত সেইভাবে কোনও শিল্প আনতে পারেনি। বাণিজ্য সম্মেলনেও যা ঘোষণা হয় না বলা হয় তাও যে খুব একটা বাস্তবে রূপান্তরিত করা যায় এমনটা নয়। তাই এই করিডর নিয়েও প্রশ্ন থেকে যাচ্ছে।