ব্যবসায়ীদের জন্য বড় সুবিধা দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর

ব্যবসায়ীদের জন্য বড় সুবিধা দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর

3285d4614014adef7ba47a3c0ed923ff

কলকাতা: করোনার জেরে দু’দফায় লকডাউন ঘোষণা করেছে রাজ্য৷ লকডাউনের প্রভাবে বন্ধ বাণিজ্য৷ চরম সমস্যায় মুখে পড়েছেন বাংলার কয়েক লক্ষ ব্যবসায়ী৷ আর এই লকডাউন পরিস্থিতিতে দাঁড়িয়ে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের জন্য বড় সুবিধা দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

আজ নবান্নে বণিকসভার বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, ‘‘সরকারের অনুমোদিত লাইসেন্স রিনিউ করতে যারা সমস্যায় পড়েছিলেন, লকডাউনের কারণে৷ মার্চের মধ্যে জমা দেওয়ার কথা ছিল৷ তাঁদের আমরা সেই সময়সীমা বাড়িয়ে দিয়েছি৷ ৩০ জুন পর্যন্ত সেই সময়সীমা বাড়ানো হল৷ এটা আমরা এই সময় বাড়িয়ে দিচ্ছি, এই কারণে, যাতে মানুষ চিন্তায় না থাকে৷ আপরা হাতে অনেক সময় পেতে পারেন৷ তারপরও যদি সমস্যা হয়, অনলাইনে করে দেব৷ যাতে আপনাদের অসুবিধা না হয়৷ এটা হলে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ভালো হবে৷ এটা সাধারন জনতার জন্য ভাল হবে৷’’ তবে, লাইসেন্স পুনর্নবীকরণের মেয়াদ বাড়ানোর হলেও কর ছাড়ের কোনও ঘোষণ করেননি মুখ্যমন্ত্রী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *