মালদহ: মর্মান্তিক বাস দুর্ঘটনায় মালদহে মৃত্যু হয়েছে দু’জনের। আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরও অনেক বাসযাত্রী। এই ঘটনায় শোকপ্রকাশ করে ইতিমধ্যেই ক্ষতিপূরণ এবং চাকরির ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার মালদহে প্রশাসনিক বৈঠক থেকে এই ঘোষণা করেন তিনি। একই সঙ্গে ঘটনার বিস্তারিত রিপোর্ট তলব করেছেন মমতা। এদিন সকালেই আবার রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বাস দুর্ঘটনায় নিহত একজনের বাড়িতে গিয়েছিলেন।
আরও পড়ুন- কলকাতাজুড়ে ফের ইডির অভিযান, কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে শুরু তল্লাশি, বাড়ছে উদ্বেগ
জানা গিয়েছে, সোমবার রাতে ফরাক্কা থেকে উত্তর দিনাজপুরগামী উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার একটি বাস পাণ্ডুয়ার কাছে নয়ানজুলিতে পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই মহিলার। দুর্ঘটনায় আহতদের ভর্তি করানো হয় মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেই ঘটনার কথা জানার পরেই শোকপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী। বলেন, ঘটনার কথা জানতে পেরে তিনি দুঃখিত এবং শোকাহত। একই সঙ্গে তাঁর ঘোষণা, নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের পাশাপাশি চাকরি দেওয়া হবে।
তবে বাস দুর্ঘটনার বিষয়ে নিয়ে বিস্তারিত রিপোর্ট চেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানান যে তিনি জানতে পেরেছেন বাস খুব দ্রুত গতিতে চলছিল। খুব রাফ ড্রাইভ হচ্ছিল। এছাড়া ওভারটেকিং করার চেষ্টাও হচ্ছিল। তাই এই বিষয় নিয়ে তিনি সম্পূর্ণ রিপোর্ট তলব করেছেন। উল্লেখ্য, মঙ্গলবার মালদায় যে বিশেষ কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তাতে যোগ দিতেই এই বাসে করে লোক আসছিল। অন্তত ৫০ জন যাত্রী নিয়ে উলটে যায় বাস।