কলকাতা: করোনা যোদ্ধাদের সম্মান জানাতে বড় উদ্যোগ নিল রাজ্য মন্ত্রিসভা৷রাজ্যে করোনা যোদ্ধাদের সম্মান জানানোর পাশাপাশি পরিবারকে আর্থিক সহযোগিতা ও একজনকে চাকরি দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ পাশাপাশি সান্মানিক মেডেল দেওয়ারও ঘোষণা করেছেন তিনি৷
আজ নবান্ন থেকে মুখ্যমন্ত্রী জানান, করোনার বিরুদ্ধে লড়াই করতে গেলে যদি কোনও করোনা যোদ্ধার মৃত্যু হয়, তাহলে সেই করোনা যোদ্ধাদের পরিবারকে ১০ লক্ষ টাকা অর্থ সহযোগিতা করা হবে৷ পরিবারের একজনকে চাকরি দেওয়ার ব্যবস্থা করবে রাজ্য সরকার৷ তাঁদের সম্মান দেওয়া হবে একটি মানপত্র ও মেডেল৷
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এখনও পর্যন্ত রাজ্যে ১২ জন করোনা যোদ্ধাদের মৃত্যু হয়েছে৷ তাঁদের পাশে থাকতে মৃত্যু পরিবারকে একজনের চাকরি দেওয়ার ঘোষণা করেছেন তিনি৷ মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ করোনযোদ্ধাদের মৃত্যু হলে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য ও করোনা যোদ্ধাদের সম্মান জানিয়ে দেওয়া হবে মানপত্র ও মেডেল৷ এই তালিকায় রয়েছেন চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, পুলিশ ও সরকারি কর্মচারীরা৷