কেন্দ্র দেবে ৫ মাস, রাজ্যে ১২ মাস ফ্রি রেশনের ঘোষণা মুখ্যমন্ত্রীর

কেন্দ্র দেবে ৫ মাস, রাজ্যে ১২ মাস ফ্রি রেশনের ঘোষণা মুখ্যমন্ত্রীর

 

কলকাতা: করোনা আবহে এবার ফ্রি রেশন বিলির নিয়ে দরজা ঘোষণা কেন্দ্র ও রাজ্য সরকারের৷  আজ জাতির উদ্দেশে ভাষণ দিয়ে আরও পাঁচ মাস ৮০ কোটি জনতাকে ফ্রিতে রেশন দেওয়ার ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ প্রধানমন্ত্রীর ঘোষণার পর বাংলায় ফ্রি রেশন পরিষেবা আরও প্রায় ১ বছর বাড়িয়ে দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এটা কি প্রতিযোগিতা চলছে? তৃণমূল সরকার তো আগামী জুন পর্যন্তই থাকবে না৷ কটাক্ষ বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তীর৷

আজ নবান্নে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আগামী বছর জুন মাস পর্যন্ত ফ্রি রেশন বাড়িয়ে দিলাম৷ ফ্রিতে জুন মাস পর্যন্ত ফ্রি রেশন দেওয়া হবে৷ কেন্দ্রের থেকে আমাদের চাল অনেক ভালো৷ আগামী বছর জুন পর্যন্ত ফ্রিতে রেশন দিলাম, যাতে লোকে খাদ্য খেতে পারে৷ ওঁরা আজ দেবে কাল দেবে না৷ ওঁরা দু’জনকে দেবে, চারজনকে দেবে না৷ কেন এই পার্থক্য? আমি বলব, ১৩০ কোটি লোক আছে দেশে৷ এই ১৩০ কোটি লোককে যেন এই সুবিধা দেওয়া হোক৷বাংলায় আমরা সবাইকে ফ্রিতে রেশন দিই৷’’ এই পরিষেবা সমস্ত রেশন গ্রাহকদের কাছে কীভাবে পৌঁছে দেওয়া যায়, তা নিয়ে বিস্তারিত কথা হবে বলেও জানান মুখ্যমন্ত্রীর৷ মুখ্যমন্ত্রী জানান, বাংলায় ৬০ শতাংশ মানুষ কেন্দ্রের রেশন পান৷ বাকিরা কেন্দ্রে রেশন পান না৷ ফলে, গোটা দেশে ১৩০ কোটি মানুষকে যাতে এই পরিষেবা দেওয়া যায় তারও দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

আজ জাতির উদ্দেশ্যে ভাষণ ভাষণে প্রধানমন্ত্রী জানান,  ৮০ কোটি মানুষ বিনামূল্যে রেশন পাবেন৷ প্রত্যেক পরিবারকে এক মাসে এক কিলো ছোলা দেওয়া হবে৷ গরিব কল্যাণ অন্ন যোজনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী জানান, এই প্রকল্পের মাধ্যমে ৮০ কোটি দেশবাসী ৫ কেজি করে চাল অথবা গম পাবেন৷ ফ্রিতে দেওয়া হবে রেশন৷ এই সুবিধা পৌঁছে দিতে ৯০ হাজার কোটি টাকা খরচ হবে বলে জানিয়েছেন মোদি৷ আগামী নভেম্বর পর্যন্ত গোটা দেশজুড়ে ফ্রিতে রেশন পাবেন বলেও ঘোষণা করেছেন তিনি৷

এটা কি প্রতিযোগিতা চলছে? তৃণমূল সরকার  তো আগামী জুন পর্যন্তই থাকবে না৷ কটাক্ষ বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তীর৷ বলেন, ‘‘এটা যেন প্রতিযোগিতা চলছে৷ কেন্দ্র বলছে ৫ মাস ফ্রি রেশন দেবে, রাজ্য বলছে আগামী বছর জুন পর্যন্ত ফ্রি রেশন দেবে৷ এটা বলার সময় এখন নয়৷ কারণ, এই সরকার ততদিন থাকবে না৷ আসলে, মানুষের খাদ্য নিশ্চিত করা রাষ্ট্রের কাজ৷ এটা মনে চলা জরুরি৷’’

জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, করোনার বিরুদ্ধে লড়তে লড়তে ভারত এখন আনলক ২-এ প্রবেশ করছে৷ আনলক ১ পর্ব থেকে দেশবাসীর মধ্যে বেপরোয়া ভাব দেখা দিয়েছে৷ যাঁরা নিয়ম-নীতির তোয়াক্কা করছে না তাঁদের রুখতে হবে বলেও জানান প্রধানমন্ত্রী৷ এদিন দেশবাসীকে সতর্ক করে প্রধানমন্ত্রী বলেন, বর্ষার এই মরশুমে নানা শারীরিক সমস্যা দেখা দেয়৷ তাই আপনাদের অনুরোধ, নিজের খেয়াল রাখুন৷ প্রধানমন্ত্রী জানিয়েছেন, অনান্য দেশের তুলনায় করোনা আক্রান্তে আমাদের দেশের অবস্থা স্থিতিশীল৷ করোনা জেরে কাজ হারানো শ্রমিক ও দরিদ্র দেশবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, আমরা চাই প্রতিটি বাড়িতে উনুন জ্বলে৷ আর সেই কারণে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা নভেম্বর পর্যন্ত বাড়ানোর ঘোষণা করেন প্রধানমন্ত্রী৷ একই সঙ্গে প্রধানমন্ত্রী দেশে অভিন্ন রেশন কার্ডের ব্যবস্থা করা হচ্ছে বলেও ঘোষণা করেন প্রধানমন্ত্রী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two + 8 =