কলকাতা: অবশেষে বৃষ্টি আসার অনুকূল আবহাওয়া তৈরি হচ্ছে বলে সোমবার খুশির খবর জানাল আলিপুর হাওয়া অফিস৷ আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের সব জেলাতেই সর্বোচ্চ তাপমাত্রা কমেছে। গত কয়েকদিনে যে ক্রমেই তা বেড়ে চলেছিল, তাতে কিছুটা খমতি দেখা গিয়েছে৷ কোথাও কোথাও অংশত মেঘলা আকাশও ছিল। পুরুলিয়া বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও নদীয়া জেলায় খুব হাল্কা বৃষ্টিও হয়েছে। আগামী ৪৮ ঘণ্টাতেও সর্বোচ্চ তাপমাত্রা আর বাড়বে না বলেই পূর্বাভাস দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলির আকাশ অংশত মেঘলা থাকবে। কোনও কোনও জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।
বৃষ্টির সম্ভাবনা কি রয়েছে? উত্তর-দক্ষিণে নিম্নচাপ অক্ষরেখা ও বিহার-ঝাড়খণ্ডের পূর্বে ঘুর্ণাবর্তের জেরে দক্ষিণবঙ্গের আকাশে মেঘের সঞ্চার হচ্ছে। বাতাসে জলীয় বাষ্পও বাড়ছে। সেই সঙ্গে উত্তর ভারতে পরপর দুটি পশ্চিমী ঝঙ্ঝার কারণে উত্তর ভারতের রাজ্যগুলির তাপমাত্রাও অনেকটা কমেছে। তাই সেইদিক থেকে পশ্চিমবঙ্গে উষ্ণ বাতাস আসা বন্ধ হয়েছে।
কমবে অস্বস্তি? এতেও অস্বস্তি কমার আশা নেই বলেই জানানো হয়েছে। কারণ বাতাসে ক্রমে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ছে। এছাড়া আকাশে মেঘ থাকায় সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে যাবে। এতদিন আকাশ পরিষ্কার থাকায় দিনের বেলায় প্রচন্ড গরম থাকলেও, রাতে তাপমাত্রা অনেকটাই কমে গিয়ে আবহাওয়া অনেক স্বস্তিদায়ক হয়ে যাচ্ছিল। আকাশে মেঘ থাকায় আপাতত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা বাড়বে। এছাড়া বৃষ্টিপাতের যেটুকু যা সম্ভাবনা রয়েছে তা সবটাই ১৫ মে তারিখের মধ্যে। তারপর তাপমাত্রা আবার ঊর্ধ্বগামী হবে বলে জানানো হয়েছে।