বন্ধ হচ্ছে বাংলার সমস্ত ধারাবাহিক, সমস্ত বন্ধ শুটং

বন্ধ হচ্ছে বাংলার সমস্ত ধারাবাহিক, সমস্ত বন্ধ শুটং

 

কলকাতা: করোনার কোপে এবার টলিউড৷ আগামী ৩০ মার্চ পর্যন্ত সমস্ত শুটিং বন্ধ রাখার ঘোষণা৷ মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে সমস্ত শুটিং বন্ধ রাখার ঘোষণা করা হয়েছে৷ মুখ্যমন্ত্রী পর্যালোচনা বৈঠকের পর পের কাজ শুরুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানানো হয়েছে৷ আগামীকাল থেকে ৩০ মার্চ পর্যন্ত শুটিং বন্ধ রাখার ঘোষণা করেছেন মন্ত্রী অরূপ রায়৷ ২৯ মার্চ নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে৷ একই সঙ্গে ৩১ মার্চ পর্যন্ত বাংলার সমস্ত সিনেমাহল বন্ধ রাখার ঘোষণা করা হয়েছে৷ চ্যানেলকর্তৃপক্ষ রাজি থাকায় বাংলার সমস্ত ধারাবাহিকের শুটিং বন্ধ থাকছে৷ জানা গিয়েছে, ধারাবাহিকের প্রয়োজনীয় এপিসোড সংগ্রহে না থাকার কারণে দু’একদিনের মধ্যে সমস্ত চ্যানেলে রিপিট টেলিকাস্ট করা হবে৷

অন্যদিকে, ১৯ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত সিনেমা, সিরিয়াল, ওয়েব শো- সহ সব ধরনের শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নিল প্রোডিউসার সংগঠন৷ রবিবার চলচ্চিত্র নির্মাতা অশ্বিনি চৌধুরি ট্যুইট করে খবরটি জানান৷ করোনা ক্রমেই বিশ্বে মহামারির আকার নিয়েছে৷ এই পরিস্থিতিতে করোনা সংক্রমণ রুখতে সব রকম শুটিংয়ের কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় ইন্ডিয়ান মোশন পিকচার প্রোডিউসার্স অ্যাসোসিয়েশন। আইএমপিপিএ, ডব্লিউআইএফপিএ, আইএফটিপিসি, আইএফটিডিএ, এফডব্লিউআইসিই এবং এএসএপি একযোগে এই সিদ্ধান্ত নিয়েছে। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে আগামী ৩১ মার্চ পর্যন্ত সমস্ত সিনেমা হল, খেলাধুলা, স্কুল-কলেজ, বিনোদনমূলক অনুষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার৷ করোনা সংক্রমণকে ‘বিপর্যয়’ বলে ঘোষণা করা হয়েছে৷ এই পরিস্থিতি বিচার করেই সিনেমা, সিরিয়াল, টিভি সিরিজ, ওয়েব সিরিজ-সহ সমস্ত ফরম্যাটের শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়৷ ফের কবে থেকে শুটিংয়ের কাজ শুরু হবে, সেই বিষয়ে আলোচনা জন্য ৩০ মার্চ বৈঠকে বসবে প্রোডিউসার বডি৷ ওই বৈঠকেই পরবর্তী সিদ্ধান্ত স্থির করা হবে বলে সূত্রের খবর৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + 1 =