শহর কলকাতা জুড়ে যশ সতর্কতা, বন্ধ একাধিক উড়ালপুল-বিমানবন্দর

শহর কলকাতা জুড়ে যশ সতর্কতা, বন্ধ একাধিক উড়ালপুল-বিমানবন্দর

কলকাতা:  ক্রমশ এগিয়ে আসছে ঘূর্ণিঝড় যশ৷ প্রতিটি মুহূর্তের উপর নজর রাখতে নবান্নে খোলা হয়েছে কন্ট্রোল রুম৷ জেলাগুলির পাশাপাশি কলকাতাতেও দেখা যাচ্ছে প্রশাসনিক তৎপরতা৷ কলকাতা ট্রাফিক পুলিশের তরফে একাধিক সতর্কতা নেওয়া হয়েছে৷  

আরও পড়ুন- রুদ্ররূপে সমুদ্র, প্রবল জলোচ্ছ্বাসে জলমগ্ন দীঘা-মন্দারমনি, অবিরাম বৃষ্টি ঝাড়গ্রামে

শহরের আটটি উড়ালপুলে যান চলাচল বন্ধের  নির্দেশিকা জারি করা হয়েছে৷ বন্ধ রয়েছে গার্ডেনরিট উড়ালপুল, তারাতলা উড়ালপুল, গড়িয়াহাট উড়ালপুল, পার্ক স্ট্রিট উড়ালপুল, এজেসি বেস উড়ালপুল, উল্টোডাঙ্গা উড়ালপুল, চিংড়িঘাটা উড়ালপুল ও মা উড়ালপুল৷ সকাল থেকে বন্ধ করে দেওয়া হয়েছে যান চলাচল৷ শহরের বিভিন্ন জায়গায় পুলিশ মোতায়েন করা হয়েছে৷ হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আম্পানের মতো প্রভাব শহরে হয়তো পড়বে না৷ তবুও সতর্ক রয়েছে প্রশাসন৷ আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে৷ কলকাতা বিমান বন্দরেও আগাম সতর্কতা নেওয়া হয়েছে৷ ওডিশা ও কলকাতা থেকে সমস্ত বিমান আজ সকাল থেকে সন্ধে পর্যন্ত বন্ধ রাখা হয়েছে৷

অন্যদিনের তুলনায় বুধবার বিমান বন্দরের ছবি একেবারেই আলাদা৷ যশের আগাম সতর্কতা হিসাবে সকাল সাড়ে আটটার পর থেকে সন্ধে ৭টা ৪৫ পর্যন্ত বন্ধ রাখা হচ্ছে কলকাতা বিমান বন্দর৷ ৮টা ১৫-র সময় ইন্ডিগোর শেষ বিমানটি উড়ে গিয়েছে৷ ভাইজাগের উদ্দেশে উড়ে গিয়েছে সেটি৷ আজ সকালে বিমান বন্দরের সামনে নেই গার্ডরেল, নেই ট্রলি৷ বিমান বন্দর কর্তৃপক্ষ জানাচ্ছে যশের সতর্কতা হিসাবেই এই সমস্ত ট্রলি ও গার্ডরেল সরিয়ে দেওয়া হয়েছে৷ যাতে ঝড়ের দাপটে সেগুলি ধাক্কা খেয়ে কোনও ক্ষতি না হয়৷ পাশাপাশি রানওয়েতে যাতে জল না জমে তার জন্য নিকাশি ব্যবস্থা উন্নত করা হয়েছে৷ এদিকে কলকাতার পাশাপাশি বন্ধ রয়েছে ভুবনেশ্বর বিমানবন্দরও৷     
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − 7 =