বন্ধ হল ‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইমমিনিস্টার’ ছবির প্রদর্শন

কলকাতা: সিনেমা শুরুর ১০ মিনিট পর বন্ধ করে দেওয়া হল বিজয় গুট্টে পরিচালিত ছবি ‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইমমিনিস্টার’৷ লালবাজার থেকে ফোন পাওয়ার পর সিনেমা প্রদর্শন বন্ধ করে দেন হিন্দ সিনেমা কর্তৃপক্ষ৷ আজ ছিল ‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইমমিনিস্টার’ সিনেমার মুক্তির দিন৷ আইনক্স, সিনেপলিস, নজরুল তীর্থ, নবীনা-সহ বিভিন্ন পেক্ষাগৃহে সিনেমা দেখানো হয়৷ ছবি প্রদর্শন রুখতে পথে নামে যুব কংগ্রেস৷

বন্ধ হল ‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইমমিনিস্টার’ ছবির প্রদর্শন

কলকাতা: সিনেমা শুরুর ১০ মিনিট পর বন্ধ করে দেওয়া হল বিজয় গুট্টে পরিচালিত ছবি ‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইমমিনিস্টার’৷ লালবাজার থেকে ফোন পাওয়ার পর সিনেমা প্রদর্শন বন্ধ করে দেন হিন্দ সিনেমা কর্তৃপক্ষ৷ আজ ছিল ‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইমমিনিস্টার’ সিনেমার মুক্তির দিন৷

আইনক্স, সিনেপলিস, নজরুল তীর্থ, নবীনা-সহ বিভিন্ন পেক্ষাগৃহে সিনেমা দেখানো হয়৷ ছবি প্রদর্শন রুখতে পথে নামে যুব কংগ্রেস৷ শুরু হয় বিক্ষোভ৷ বিক্ষোভ উপেক্ষা করে হিন্দ সিনেমায় শুরু হয় ছবির প্রদর্শন৷ পরে, উচ্চমহলের ফেন পেয়ে ছবি বন্ধ করে দেওয়া হয়৷ কিন্তু, ছবি মুক্তির ১০ মিনিট পর হঠাৎ কেন বন্ধ করে দেওয়া হল সিনেমার প্রদর্শন? প্রশ্ন তুলছেন দর্শকরা৷

ছবিটি সঞ্জয় বারুর বই নিয়ে করা হয়েছে। সঞ্জয় বারু প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মিডিয়া উপদেষ্টা ছিলেন। অনুপম খের এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন। ছবিটি মুক্তি দিন ছিল আজ৷ ছবির ট্রেলার প্রকাশের পরেই বিতর্ক মাথাচাড়া দেয়৷ রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, লোকসভা ভোটের আগে এই ছবি প্রচার করে লাভবান হতে চাইছে বিজেপি। অন্যদিকে কংগ্রেস তেড়েফুঁড়ে আসরে নেমেছে। তাদের অভিযোগ, রাফালে থেকে কৃষক সমস্যা সহ আরো একাধিক ইস্যুতে নাজেহাল মোদী। তাই এভাবে মানুষের নজর ঘুরিয়ে দিতে তিনি এই অপকৌশল নিয়েছেন। এই ছবির মাধ্যমে প্রাক্তন প্রধানমন্ত্রীর ভাবমূর্তি কলঙ্কিত করার চেষ্টা করা হচ্ছে। কংগ্রেস এর প্রদর্শন রুখে দিতে জোর চেষ্টা চালাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − 1 =