পুজোতে আসছে বাংলাদেশের ইলিশ?

কলকাতা: শেখ হাসিনার পদত্যাগ আর দেশত্যাগের পর ষ বাংলাদেশে মহম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার কাজ চালাচ্ছে। সব থেকে বেশি প্রভাব পড়েছে ভারত বাংলাদেশের বাণিজ্যিক ক্ষেত্রে।…

Picsart 24 08 21 13 57 40 692

কলকাতা: শেখ হাসিনার পদত্যাগ আর দেশত্যাগের পর ষ বাংলাদেশে মহম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার কাজ চালাচ্ছে। সব থেকে বেশি প্রভাব পড়েছে ভারত বাংলাদেশের বাণিজ্যিক ক্ষেত্রে। ভরা বর্ষায় পুরোপুরি বন্ধ হয়ে গেছে পদ্মার ইলিশ আমদানি। বাংলাদেশের অন্তবর্তী সরকারের মৎস্য এবং প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার স্পষ্ট করে জানিয়েছেন, আগে বাংলাদেশের মানুষ ইলিশ পাবে। এরপরেই রফতানি হবে দেশের বাইরে। আর ফরিদা আখতারের এমন বয়ানের পরই পুজোর সময় বাংলাদেশের ইলিশ পাওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছে। সেক্ষেত্রে আদৌ কি এই বছর পুজোয় বাংলাদেশ থেকে ইলিশ এপার বাংলায় আসবে?

হাসিনা সরকার গত ছয় বছর ধরে পুজোর সময় উপহার হিসাবে এপার বাংলাকে ইলিশ দেওয়ার প্রচলন চালু করেছিল। তবে প্রতিবছর এমন উপহার পেতে ফিস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনকে চিঠি দিতে হয়। কিন্তু এবার চিঠিতে কাজ হবে কিনা তা নিয়ে সন্দেহ আছে। অতীতে এই মাছ আদান-প্রদানের ফলে ভারত বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কেরও উন্নতি ঘটে। তবে বর্তমানে বাংলাদেশের এই সমস্যার কারণে পশ্চিমবঙ্গ তো বটেই, ত্রিপুরাতেও ইলিশের আকাল দেখা গেছে। একই সাথে বাংলাদেশের তরফে ইলিশ না মেলায় রাজ্যে ইলিশের দামও বাড়ছে বলে জানিয়েছেন মাছ ব্যবসায়ীরা। সবমিলিয়ে পরিস্থিতি যা তৈরি হয়েছে, তাতে দুর্গাপুজোয় আদৌ ইলিশ মিলবে কিনা, তা নিয়ে অনিশ্চয়তা কিছুতেই কাটছে না।