বন্ধ ডানলপ উড়ালপুল, চলছে যান নিয়ন্ত্রণ

কলকাতা: মেরামতির জন্য বন্ধ হল ডানলপ উড়ালপুল। আগামী ৫ ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত সংস্কারের কাজ করবে পূর্ত দফতর৷ সংস্কার কাজ চলার কারণে ডানলপ মোড়ে যান নিয়ন্ত্রণ চলছে৷ দক্ষিণেশ্বর থেকে যে গাড়িগুলি আসবে সেগুলিকে প্রথমে পাঠিয়ে দেওয়া হবে ব্যারাকপুরের দিকে৷ রোড ডিভাইডারের মাঝের কাটা অংশ দিয়ে এরপর সেগুলিকে ঘুরিয়ে আনা হবে কলকাতামুখী লেনে৷ আবার যেসব গাড়ি

বন্ধ ডানলপ উড়ালপুল, চলছে যান নিয়ন্ত্রণ

কলকাতা: মেরামতির জন্য বন্ধ হল ডানলপ উড়ালপুল। আগামী ৫ ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত সংস্কারের কাজ করবে পূর্ত দফতর৷ সংস্কার কাজ চলার কারণে ডানলপ মোড়ে যান নিয়ন্ত্রণ চলছে৷ দক্ষিণেশ্বর থেকে যে গাড়িগুলি আসবে সেগুলিকে প্রথমে পাঠিয়ে দেওয়া হবে ব্যারাকপুরের দিকে৷

রোড ডিভাইডারের মাঝের কাটা অংশ দিয়ে এরপর সেগুলিকে ঘুরিয়ে আনা হবে কলকাতামুখী লেনে৷ আবার যেসব গাড়ি ব্যারাকপুর থেকে কলকাতার দিকে যাবে, সেই রুটের কোন পরিবর্তন হবে না৷  একইভাবে যে গাড়িগুলি কলকাতা থেকে ব্যারাকপুরের দিকে যাবে সেগুলির রুটেরও কোনও পরিবর্তন হবে না। বলাই বাহুল্য, সংস্কার কিছুটা হলেও বাড়বে যানজট৷ বিটি রোড ধরে গন্তব্যে যেতে হলে হাতে বাড়তি সময় নিয়ে বেরোতে হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 1 =