ক্যামেরা দেখেই দৌড়! অভিশপ্ত রাতে এই ‘ফোন সঙ্গী’কে কি কথা বলেছিল সঞ্জয়?

কলকাতা: আরজি কর-কাণ্ডে এবার সিবিআই নজরে এক পুলিশকর্মী৷ যিনি এই ঘটনায় একমাত্র ধৃত সঞ্জয় রায়ের ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে৷ শুধু তাই নয়, এই এএসআই অনুপ…

asi

কলকাতা: আরজি কর-কাণ্ডে এবার সিবিআই নজরে এক পুলিশকর্মী৷ যিনি এই ঘটনায় একমাত্র ধৃত সঞ্জয় রায়ের ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে৷ শুধু তাই নয়, এই এএসআই অনুপ দত্তই ছিলেন ঘটনার রাতে সঞ্জয়ের ফোনসঙ্গী৷ মঙ্গলবার সিবিআই-এর তলবে তিনি সিজিও কমপ্লেক্সে হাজিরাও দেন৷ জানা গিয়েছে, ঘটনার পর অনুপের কাছে এসেছিল সঞ্জয়ের ফোন৷ তাহলে এই অনুপই ছিলেন সঞ্জয়ের ‘গডফাদার’?

 

 

এদিন সিজিও-তে তিনি আসতেই তাঁর দিকে একের পর এক প্রশ্ন ছুড়ে দেন সাংবাদিকরা৷ সংবাদমাধ্যমের ক্যামেরা দেখেই দৌড়ে পালান তিনি৷ কোনও প্রশ্নের জবাব দেননি এএসআই৷ সূত্রের দাবি, গত ৮ অগাস্ট সেই অভিশপ্ত রাতে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার পর অনুপকে ফোন করেছিল সঞ্জয়। কী কথা হয়েছিল তাঁদের মধ্যে? অনুপকে কি আর জি করের নৃশংসতার কথা জানিয়েছিল সঞ্জয়? তাঁর প্রশয়েই কি রাতে আরজি কর থেকে পুলিশ বারাকে ফিরে আসার সাহস দেখিয়েছিল সঞ্জয়? এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজছে সিবিআই৷ একজন সিভিক ভলান্টিয়ার হয়ে সঞ্জয় কী ভাবে পুলিশের ওয়েলফেয়ার কমিটিতে ছিলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে৷