ক্লাস চলছিল, ব্যাগের উপর মুখ থুবড়ে পড়ে যায় সে, ষষ্ঠ শ্রেণির ছাত্রীর ভয়াবহ পরিণতি!

মেদিনীপুর: প্রতিদিনের মতো আজও স্কুলে গিয়েছিল সে৷ ক্লাসে বসে মনোযোগ দিয়ে পড়াও শুনছিল৷ কিন্তু, কে জানত এমনটা হবে৷ ক্লাস চলার মাঝেই জ্ঞান হারিয়ে ফেলে ষষ্ঠ…

মেদিনীপুর: প্রতিদিনের মতো আজও স্কুলে গিয়েছিল সে৷ ক্লাসে বসে মনোযোগ দিয়ে পড়াও শুনছিল৷ কিন্তু, কে জানত এমনটা হবে৷ ক্লাস চলার মাঝেই জ্ঞান হারিয়ে ফেলে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী৷ সহপাঠীরা অবশ্য তখনও বুঝতে পারেনি, বিষয়টা ঠিক কী৷ তারা ভেবেছিল সে হয়তো ব্যাগের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়েছে৷ বেশ কিছুক্ষণ ক্লাস চলার পর শিক্ষিকা তাকে এ ভাবে শুয়ে থাকতে দেখে বকাবকি শুরু করেন। কিন্তু কোনও সাড়া মেলনি৷ কাছে যেতেই আতকে ওঠেন শিক্ষিকা৷ ছাত্রীর গায়ে হাত দিয়ে দেখেন তার কোনও সাড় নেই। তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। মৃত ওই ছাত্রীর নাম পাপিয়া দে (১১)। গুড়গুড়িপাল থানার মুড়াকাটা গ্রামের বাসিন্দা সে।

প্রতিদিনের মতো মঙ্গলবারও বাড়ি থেকে সাইকেল নিয়ে স্কুলে যায় পাপিয়া। নয়াগ্রাম উচ্চ বিদ্যালয়ের পড়ুয়া ছিল সে৷  বিদ্যালয়ে প্রার্থনার পরই ক্লাসে গিয়ে অসুস্থ বোধ করেন। ক্লাস শুরু হওয়ার পর অজ্ঞান হয়ে বেঞ্চে রাখা ব্যাগের ওপরেই পড়ে যায় পাপিয়া। তড়িঘড়ি স্কুল থেকে তার বাড়িতে খবর দেওয়া হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *