খাস কলকাতায় স্কুলের সামনে ছাত্রকে ‘অপহরণ’, আতঙ্কিত শহরবাসী

খাস কলকাতায় স্কুলের সামনে ছাত্রকে ‘অপহরণ’, আতঙ্কিত শহরবাসী

Student Abduction

কলকাতা: স্কুল-কলেজ পড়ুয়াদের নিয়ে চিন্তা যেন শেষ হচ্ছে না। যাদবপুরের ঘটনার পর কলকাতার এক স্কুলে ছাত্রের রহস্যমৃত্যুর ঘটনা ঘটেছে কিছুদিন আগে। এবার অন্য এক স্কুলের সামনে থেকে এক ছাত্রকে অপহরণ করার অভিযোগ উঠল! জানা গিয়েছে, স্কুল থেকে ছাত্র বের হতেই তাকে ঘিরে ধরে মারধর করে কয়েকজন। তারপর জোর করে বাইকে বসিয়ে নিয়ে যাওয়া হয় তাকে। এই ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে শহরবাসীর মধ্যে। অভিভাবকরাও সন্তানদের নিরাপত্তা নিয়ে চিন্তিত। (Student Abduction)

পুলিশ সূত্রে খবর, দক্ষিণ কলকাতার এক ইংরেজি মাধ্যম স্কুলের সামনে হয়েছে এই ঘটনা ঘটেছে আজ বিকেলে। একাদশ শ্রেণির ওই ছাত্র স্কুল থেকে বেরতেই তাকে ঘিরে ফেলে কয়েকজন, তারপর মারধর করে বাইকে তোলা হয় বলে অভিযোগ। স্কুলের সামনের একটি দোকানে বসানো সিসি ক্যামেরার ফুটেজও পাওয়া গিয়েছে। লেক থানায় অভিযোগ করা হলে পুলিশ তদন্ত শুরু করেছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, কসবা অঞ্চল থেকে ওই ছাত্রকে উদ্ধার করতে সক্ষম হয়েছে তারা। তবে কারা এই ঘটনা ঘটাল তা জানতে এখন তদন্ত চলছে। 

এই ঘটনায় ৭-৮ সন্দেহভাজন বলে অনুমান করছে পুলিশ। কোন বিষয়ের জন্য এই ঘটনা ঘটল তা এখনই আন্দাজ করা যাচ্ছে না। ব্যক্তিগত শত্রুতা থেকে এই ঘটনা নাকি এর পিছনে অন্য কোনও কারণ আছে, তা নিয়ে ধন্দ বাড়ছে। তবে অভিভাবকরা ভীষণ চিন্তায় পড়েছেন গোটা ঘটনা নিয়ে। স্কুলের সামনে, দিনেদুপুরে এমন ঘটনা কী ভাবে ঘটতে পারে, তা ভাবতেই পারছে না কেউ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + twelve =