বেহাল সেতু থেকে নদীতে পড়ে তলিয়ে গেল ছাত্র, উদ্ধারে নামলেন বাসিন্দারা

বেহাল সেতু থেকে নদীতে পড়ে তলিয়ে গেল ছাত্র, উদ্ধারে নামলেন বাসিন্দারা

 

ক্যানিং: একটি ম্যাটাডোরকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সাইকেল নিয়ে ব্রিজ থেকে নদীতে পড়ে তলিয়ে গেল এক স্কুলপড়ুয়া। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং -জয়নগর সংযোগকারী ধোসা সেতুতে।

বৃহস্পতিবার দুপুরে সাইকেল চালিয়ে ধোসা ব্রিজ দিয়ে বাড়িতে ফিরছিল ক্যানিংয়ের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের আমতলা মোতিরাম হাইস্কুলের নবম শ্রেণীর ছাত্র আরমান সেখ (১৪)। ক্যানিং -জয়নগর সংযোগকারী ধোসা সেতুতে একটি ম্যাটাডোরকে সাইড দিতে গিয়ে আচমকাই সেতু থেকে সাইকেল সহ পিয়ালী নদী পড়ে যায় ওই ছাত্র। হঠাৎ করে চোখের সামনে এই দুর্ঘটনা দেখে প্রথমে হকচকিয়ে যান এলাকার মানুষ।

পরে স্থানীয় লোকজন এবং নদীতে থাকা মাঝিরা ওই ছাত্রকে উদ্ধার করার কাজে তড়িঘড়ি নদীতে ঝাঁপিয়ে পড়েন। কিন্তু নদী থেকে সাইকেলটি উদ্ধার করা সম্ভব হলেও ওই ছাত্রের কোন হদিশ পাওয়া যায়নি। তবে নিখোঁজ ছাত্রের খোঁজে স্থানীয় লোকজন পিয়ালি নদীতে ঘটনার পর থেকেই তল্লাশি অভিযান চালাচ্ছেন।

বাড়ির ছোট ছেলে আরমানের এমন দুর্ঘটনার কথা জানতে পেরে শোকে কান্নায় ভেঙে পড়ে তার পরিবার। গোটা কচুয়া গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। মেধাবী এই ছাত্রের প্রশংসা করেছেন এলাকার মানুষ। আরমানের বাবা সামসুল হক সেখ জানিয়েছেন বাড়ির ছোট ছেলে আরমান পড়াশোনায় খুব ভালো ছিল। এছাড়াও যথেষ্ট দায়িত্বশীলও ছিল সে।

আর্থিক অস্বচ্ছল পরিবারকে একটু সুখের মুখ দেখাতে পড়াশোনার ফাঁকে ফাঁকে জয়নগরের ধোসা বাজারে একটি সাইকেল গ্যারেজে কাজ করতো সে। অন্যান্যদিনের মতো সাইকেল গ্যারেজের কাজ সেরে বৃহস্পতিবার দুপুরে বাড়িতে ফিরছিল আরমান। কিন্তু বাড়ি আর তার ফেরা হয়নি। আচমকা দুর্ঘটনায় ব্রিজ থেকে সাইকেলসহ নদীতে পড়ে তলিয়ে যায় আরমান।

নিখোঁজ ছাত্রের খোঁজ জারি রেখেছেন এলাকার মানুষ। পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ বাহিনী। ছাত্রের খোঁজ শুরু করা হয় পুলিশের তরফেও। মনে করা হচ্ছে নদীর স্রোতের টানে জলে পড়ে ভেসে গেছে আরমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 − six =