৪টি ভাষায় রবীন্দ্রসঙ্গীত গেয়ে মাতিয়ে দিল অষ্টম শ্রেণির সৌমিলি

৪টি ভাষায় রবীন্দ্রসঙ্গীত গেয়ে মাতিয়ে দিল অষ্টম শ্রেণির সৌমিলি

d4aacdd4686c50b83ac759905e4d8d60

নিজস্ব প্রতিনিধি, ক্যানিং: গান জানলেও চারটি ভাষায় গান গাইতে পারবেন?  এই অসাধ্যসাধন করেছে ক্যানিংয়ের ছোট্ট সৌমিলি। গড়গড়িয়ে চারটি ভাষায় রবি ঠাকুরের গান গেয়ে তাক লাগিয়ে দিয়েছে অষ্টম শ্রেণির এই ছাত্রী।

ক্যানিং: সোশ্যাল মিডিয়ায় আজকাল ভাইরাল খুদে সৌমিলি। ইংরাজি, হিন্দি, সংস্কৃত, বাংলা চারটি ভাষায় অনায়াস দক্ষতায় সে গায় রবীন্দ্রসঙ্গীত। সুন্দরবনের ক্যানিং-১ ব্লকের দিঘিরপাড় অঞ্চলের গার্লস্ স্কুল পাড়ায় মা সুদীপ্তা মন্ডলের সাথে মামার বাড়িতে থাকে খুদে এই শিল্পী। দুই বোনের মধ্যে ছোট সৌমিলি। অষ্টম শ্রেণির এই ছাত্রী শুধু সঙ্গীতেই পারদর্শী নয়। তার প্রতিভা বহুমুখী।

গল্প বলা, নাটক, ছবি আঁকা, আবৃত্তি আর নাচেও সমানভাবে পারদর্শী সে। পাশাপাশি বিদ্যালয়ের মেধাবী ছাত্রীও সৌমিলি। ২০১৭ সালে বিভিন্ন  প্রতিযোগিতায় জেলাস্তরে সুযোগ পায় ক্যানিংয়ের দ্বারিকানাথ বালিকা বিদ্যালয়ের এই ছাত্রী। নিখিলবঙ্গ শিক্ষক সমিতি আয়োজিত জেলাস্তরের ‘গল্প বলা’ প্রতিযোগিতায় সবাইকে পিছনে ফেলে জেলায় প্রথমস্থান অধিকার করে সে।

একই বছরে মুর্শিদাবাদ জেলার বহরমপুরের কাশীশ্বরী গার্লস হাইস্কুলে জেলাস্তরে অন্য একটি প্রতিযোগিতায় যোগ দিয়ে ভালো ফল করতে না পারায় ভেঙে পড়ে সৌমিলি। তবে খুদে প্রতিভাবান এই ছাত্রীর কাছে হার মানে পরাজয়। হার না মানা মনোভাব নিয়ে এগিয়ে চলে সে। ২০১৭ সালে এবিটিএ আয়োজিত রাজ্যস্তরে ‘গল্পবলা’ প্রতিযোগিতায় সাফল্য পায় সৌমিলি। রাজ্যের মধ্যে গল্প বলায় তৃতীয় স্থান অর্জন করে ক্যানিংয়ের মুখ উজ্জ্বল করে এই ছোট্ট প্রতিভাধর।

চলতি বছরে ইংরাজি, হিন্দী, সংস্কৃত এবং বাংলা ভাষায় একের পর এক রবীন্দ্রসঙ্গীত গেয়ে সোশ্যাল মিডিয়ার দৌলতে সকলকে তাক লাগিয়ে দিয়েছে খুদে এই ছাত্রী। অবাক হয়ে তার অনায়াস দক্ষতা দেখেছেন সবাই। সৌমিলির এত বড় সাফল্যে গর্বিত সুন্দরবন তথা ক্যানিংয়ের সমস্ত বাসিন্দারা। আগামী দিনে বড় সঙ্গীতশিল্পী হতে চায় সৌমিলি। পরিবার ও মাকে পাশে পেয়ে সুন্দরবন তথা ক্যানিংয়ের মুখ উজ্জ্বল করতে চায় সে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *