মুর্শিদাবাদ: মনোনয়ন পর্ব থেকে অশান্তির সূত্রপাত হয়েছিল রাজ্যে৷ সেই অশান্তি অব্যাহত ভোটের সকালেও৷ পঞ্চায়েত ভোটের দিনও প্রাণহানির ঘটনা ঘটল৷ মুর্শিদাবাদে দুই তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ উঠল৷
ভোট শুরু হতেই উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদের বেলডাঙা দু’নম্বর ব্লকের রেজিনগর থানার নাজিরপুর৷ সেখানে ইয়াসিন শেখ নামে এক তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ উঠেছে বাম-কংগ্রেস জোটের বিরুদ্ধে। অভিযোগ, দুষ্কৃতীদের ছোড়া বোমের আঘাতে মৃত্যু হয়েছে ইয়াসিনের। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে তারা। ভোটের সকালে মুর্শিদাবাদের খড়গ্রামে একটি ফাঁকা জমি থেকে উদ্ধার হয় তৃণমূল কর্মী সাবিরুদ্দিন শেখের দেহ৷
সকাল থেকেই তুলকালাম রানিনগর৷ সিপিএম-তৃণমূল সংঘর্ষে কমপক্ষে ২৪ জন আহত হয়েছেন বলে খবর। অন্যদিকে, রানিনগরের হূর্সি অঞ্চলে এক সিপিএম সমর্থক গুলিবিদ্ধ হয়েছেন বলে অভিযোগ। ডোমকলে এক কংগ্রেস কর্মী গুলিবিদ্ধ হয়েছেন বলেও জানা যাচ্ছে। খড়গ্রামে খুন হয়েছেন তৃণমূল কর্মী শাহাবুদ্দিন শেখ৷ উত্তপ্ত ডোমকলও৷ কুশিবাড়িয়ায় দুই তৃণমূল কর্মী এবং এক কংগ্রেস কর্মী গুলিবিদ্ধ হয়েছেন জানা যাচ্ছে। শমসেরগঞ্জে তৃণমূল কর্মী আফতাব শেখ গুলিবিদ্ধ৷