চাঁপাগাছি: পঞ্চায়েত ভোটের সকালে টানটান উত্তেজনা নিউটাউনের চাঁপাগাছিতে। ভাঙড় ও রাজারহাট সীমানা এলাকায় অবস্থিত চাঁপাগাছি। এখানে আইএসএফ ও তৃণমূল সমর্থকদের মধ্যে হাতাহাতিতে রণক্ষেত্রের রূপ নেয় গোটা এলাকা। লাঠিসোটা নিয়ে একে অপরের উপর ঝাঁপিয়ে পড়েন দু’দলের কর্মীরা৷। আইএসএফ প্রার্থীদের অভিযোগ, তাঁদের এজেন্টকে বুথে বসতে দেওয়া হচ্ছে না। এই ঘটনাকে কেন্দ্র করেই বচসার সূত্রপাত। তৃণমূলের পাল্টা দাবি, আইএসএফ প্রার্থী ব্যাগে বোমা নিয়ে যাচ্ছিল। তাঁকে বাধা দিতেই ঝামেলা শুরু। রাস্তার মাঝেই দু’পক্ষের মারামারি শুরু হয়ে যায়৷ পোলিং বুথের সামনেই চলছে হাতাহাতি৷
চাঁপাগাছি এলাকার আইএসএফ প্রার্থী রেজিনা বিবির বিরুদ্ধে ব্যাগে বোমা নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে। এ প্রসঙ্গে রেজিনা বিবি বলেন, “সবাইকে আমার ব্যাগ দেখাচ্ছি। এই ব্যাগ তো আমি কোথাও রাখিওনি। আসলে আমার যে কাগজটা, সেটা কেড়ে নেওয়ার জন্য এইসব করছে।”
রেজিনার গায়ে হাত তোলা হয়েছে বলেও অভিযোগ। অভিযোগ, তৃণমূলের লোকজন তাঁকে মারধর করেছে৷ যদিও তৃণমূলের দাবি, সব অভিযোগই ভিত্তিহীন। এদিকে,এত অশান্তির মাঝেও কেন্দ্রীয় বাহিনীর দেখা নেই।