পটাশপুর: সকাল থেকে শুরু হওয়া পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই উত্তপ্ত গ্রাম বাংলা। বিভিন্ন জেলা থেকে অশান্তির খবর আসছে। কোথাও খুন, কোথাও সংঘর্ষ, আবার কোথাও ব্যালট বাক্স পোড়ানো এবং বুথ ভাঙচুরের মতো ঘটনা ঘটেছে। একই রকমের ঘটনা ঘটল পূর্ব মেদিনীপুরের পটাশপুরে। সেখানে ব্যালট বাক্স চুরির অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে।
জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুরের পটাশপুর ২ নম্বর ব্লকের খাড় গ্রাম পঞ্চায়েতের রতনপুর গতকাল মাঝরাত থেকেই উত্তপ্ত। সেখানে বিজেপি প্রার্থীকে বেধড়ক মারধর করে পরে এলাকার বুথে ব্যালট বাক্স চুরি করা হয়েছে বলে দাবি করেছে গেরুয়া শিবির। একই সঙ্গে এদিন সকালে ভোটকেন্দ্রের সামনে লাঠিচার্জ করে ভোটারদের তাড়িয়ে দেওয়ার অভিযোগও করা হয়েছে। ঘটনাস্থলে পটাশপুর থানার বিশাল পুলিশ বাহিনী রয়েছে।
শুধু পটাশপুর নয়, দক্ষিণ দিনাজপুরের পতিরাম থানা এলাকাতেও ব্যালট বাক্স ও ব্যালট চুরির ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। রাতভর দুষ্কৃতীদের তাণ্ডব হয়েছে এলাকায় বুথে এবং আজ সকাল মারধর করা হয়েছে প্রিসাইডিং অফিসার-সহ ভোট কর্মীদের বলে দাবি। ফলে ওই বুথে দীর্ঘক্ষণ বন্ধ ভোট ছিল। এক্ষেত্রেও অভিযোগের তীর তৃণমূলের দিকেই।