আধা সামরিক বাহিনীতে পাকিস্তানি! বিস্ফোরক রিপোর্ট দিল CBI

আধা সামরিক বাহিনীতে পাকিস্তানি! বিস্ফোরক রিপোর্ট দিল CBI

কলকাতা: পাকিস্তানি নাগরিককে নিয়োগ করা হয়েছে ভারতীয় সেনায়! এমনই বিরাট দাবি করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলায় সিবিআইকে প্রাথমিকভাবে তদন্ত করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। তাতেই বিস্ফোরক রিপোর্ট পেশ করেছে তারা। বলা হয়েছে, আধা সামরিক বাহিনীতে ভুয়ো নিয়োগ হয়েছে বলে অনুমান করছে তারা। তবে সেনাবাহিনীর ক্ষেত্রে এমন ঘটনার প্রমাণ মেলেনি বলেই জানিয়েছে সিবিআই। আদালত এই রিপোর্ট পেশের পরেই সিবিআইকে এফআইআর দায়ের করার নির্দেশ দিয়েছে। পাকিস্তানি নাগরিকদের আদৌ ভারতীয় সেনাবাহিনীতে নিয়োগ করা হয়েছে কিনা, সেই অভিযোগের তদন্ত শুরু করবে সিবিআই।

হাইকোর্টে অভিযোগকারীর দাবি ছিল, দুই পাকিস্তানি নাগরিক এই মুহূর্তে বারাকপুরে সেনাবাহিনীর ক্যাম্পে কাজ করছে। বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে মামলা দায়ের হওয়ার পর তিনি প্রথমে সিআইডি এবং পরে সিবিআইকে প্রাথমিক তদন্ত শুরুর নির্দেশ দেন। প্রাথমিক তদন্ত শেষে আজ রিপোর্ট পেশ করে সিবিআই। রিপোর্টে বলা হয়েছে, কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীতে এমন কিছু নিয়োগের হদিস পেয়েছে তারা। 

সিবিআই রিপোর্টে জানিয়েছে, ডমিসাইল সার্টিফিকেট-সহ নানা ভুয়ো নথিপত্র ব্যবহার করে আধা সামরিক বাহিনীতে নিয়োগ হয়েছে বলেই সন্ধান মিলেছে। এমনকি কয়েকজন কেন্দ্রীয় সরকারি আধিকারিকদের এই ঘটনায় যোগ থাকতে পারে বলেও দাবি করা হয়েছে। যদিও ভারতীয় সেনায় কোনও পাকিস্তানি নাগরিক যোগ দিয়েছে, সেরকম প্রমাণ এখনও পায়নি সিবিআই। আগামী ২ আগস্ট এই মামলার পরবর্তী শুনানি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − five =