Aajbikel

মানা হয়নি আদালতের নির্দেশ, বেতন ইস্যুতে রাজ্যের বিরুদ্ধে নয়া অভিযোগ

 | 
হাইকোর্ট

কলকাতা: প্রাথমিক শিক্ষকদের এক মামলায় রাজ্যের বিরুদ্ধে আদালতের নির্দেশ কার্যকর না করার অভিযোগ উঠল। প্রাথমিক শিক্ষকদের বেতন পরিবর্তন করা নিয়ে এই মামলায় রাজ্য সরকার হাইকোর্টের নির্দেশ মতো হলফনামা জমা দিলেও তা ভুল ছিল বলে দাবি। এই ইস্যুতে নতুন করে অস্বস্তিতে পড়েছে রাজ্য সরকার। কিন্তু ঠিক কী সমস্যা তৈরি হয়েছে বেতন নিয়ে?  

আসলে প্রাথমিক শিক্ষকদের মামলায় এদিন মামলাকারী তরফে কলকাতা হাইকোর্টে জানানো হয়েছে, ২০১৯ সালে প্রাথমিক শিক্ষকদের আন্দোলনের ফলে রাজ্য সরকার তাদের বেতন পরিবর্তন করে। কিন্তু যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তার প্রেক্ষিতে সঠিকভাবে বেতন বৃদ্ধি করা হয়নি বলে অভিযোগ। এখন দাবি করা হয়েছে, বৈষম্যের কারণে প্রাথমিক শিক্ষকদের সিনিয়র এবং জুনিয়রদের মধ্যে বেতন পরিকাঠামোর ফারাক অনেকটাই কমে গিয়েছে। ফলে বেতন পরিকাঠামোয়ে সিনিয়াররা বঞ্চিত হচ্ছেন। 

সোমবার কলকাতা হাইকোর্টে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে শুনানি হয় এই মামলার। জানান হয়, এই মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজ্য সরকারকে হলকনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। যে হলফনামা কলকাতা হাইকোর্টে জমা দেওয়া হয়েছিল সেটাও সঠিক নয়। আগামী ৩১ জুলাই এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে।

Around The Web

Trending News

You May like