আসানসোল: সকাল থেকে দফায় দফায় উত্তেজনা ছড়াচ্ছে আসানসোলে। বিজেপি এবং তৃণমূল একে অপরের দিকে অভিযোগের আঙুল তুলেছে। আবার রক্তারক্তি কাণ্ডও ঘটে গিয়েছে সেখানে। এবার আসানসোলে প্রার্থীকেই অপহরণের অভিযোগ উঠল! নিশানা করা হচ্ছে সেই তৃণমূল কংগ্রেসকে। শুধু প্রার্থী নয়, তাঁর ছেলেকেও অপহরণ করা হয় বলে দাবি।
আরও পড়ুন- সঙ্গী চাইলে নাম লেখান! ভ্যালেন্টাইনস-ডে পালনের বিজ্ঞপ্তি যাদবপুরে
জানা গিয়েছে, আসানসোলের ৪২ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী ও প্রার্থীর ছেলেকে অপহরণের অভিযোগ উঠেছে শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। প্রার্থীর স্ত্রীর অভিযোগ, একটি কালো রঙের গাড়ি তুলে নিয়ে যায়। গাড়িতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই ছিল। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। যদিও তৃণমূলের তরফ থেকে এখনও এই এই ইস্যুতে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি। এমনিতেই সকাল থেকে আসানসোলে মাথা ফাটিয়ে দেওয়া, গুলি চালানোর মতো অভিযোগ এসেছে। নির্বাচন কমিশনও ‘জিরো টলারেন্স’ নীতি নিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে।
উল্লেখ্য, উত্তেজনা মূলত আসানসোল এবং বিধাননগরে। বাকি দুই জায়গায় কার্যত নির্বিঘ্নে হচ্ছে ভোট। কিন্তু ভোট শতাংশে সবথেকে এগিয়েও রয়েছে আসানসোল। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, চার পুরনিগমে ভোটের হার প্রায় ৪৫ শতাংশ। দুপুর ১টা পর্যন্ত আসানসোলে ভোট পড়েছে ৪৬.৬ শতাংশ, বিধাননগরে পড়েছে ৪৫.৫ শতাংশ, শিলিগুড়িতে ৪৫ শতাংশ ও চন্দননগরে ৪১.৭৪ শতাংশ ভোট পড়েছে। যত বেলা বাড়ছে তত অশান্তির খবর আসছে। সেই প্রেক্ষিতেই পুলিশকে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। কলকাতা হাইকোর্ট আগেই স্পষ্ট করে দিয়েছিল যে, যদি কেন্দ্রীয় বাহিনী না নেওয়া হয় তাহলে যে কোনও গোলমালের দায়িত্ব রাজ্য নির্বাচন কমিশনারের ওপর বর্তাবে। তাই এখন সব রকম পরিস্থিতি সামাল দিতে হবে একা নির্বাচন কমিশনকেই।