একসঙ্গে ৭৫০ তৃণমূল নেতা-কর্মীর দলবদল! বড় দাবি কংগ্রেসের

একসঙ্গে ৭৫০ তৃণমূল নেতা-কর্মীর দলবদল! বড় দাবি কংগ্রেসের

223f2c1df8d482c5963ee5cb6459b524

কলকাতা: পঞ্চায়েত ভোটের হাতে গোনা কয়েক দিন আগেই আবার বড়সড় দলবলদের দাবি করে বসল কংগ্রেস শিবির। সম্প্রতি ৩০০ জন তৃণমূল কর্মী-সমর্থক দল বদলেছেন বলে জানান হয়েছিল হাত শিবিরের তরফ থেকে। মুর্শিদাবাদের বেলডাঙায় লোকসভার কংগ্রেস নেতা তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর উপস্থিতিতে এই দলবদল হয়ে বলেই দাবি ছিল। এবার আরও বড় দাবি করল কংগ্রেস। ডোমকল এবং বড়ঞা মিলিয়ে ৭৫০ তৃণমূল কর্মী দল বদলে ফেলেছেন বলে জানান হয়েছে। 

কংগ্রেসের দাবি মানলে মুর্শিদাবাদ জেলায় শাসক দলে ভাঙন অব্যাহত। জানা গিয়েছে, ডোমকলের পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান সহ অন্তত ৬০০ জন তৃণমূল নেতা-কর্মী এবং বড়ঞাতে প্রায় ১৫০ জন কংগ্রেসে শামিল হয়েছেন। তারা লোকসভার কংগ্রেস নেতা তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর উপস্থিতিতে দলবদল করেছেন বলে দাবি। তাঁর হাত থেকেই তারা ‘হাত’ পতাকা তুলে নিয়েছেন। গত কয়েক মাসে মুর্শিদাবাদ জেলায় তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদানের ঘটনা দেখা গিয়েছে অনেকবার। সেই প্রেক্ষিতে খাতায়-কলমে যে কংগ্রেস ভোটের আগে তৃণমূলের থেকে এগিয়ে তা বলা যায়।

এদিকে, দলবদল ঘটার পর তৃণমূল কংগ্রেসকে একহাত নেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। এছাড়া কংগ্রেস শিবির থেকে দাবি করা হয়েছে, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে এই জেলায় শাসক শিবির ধরাশায়ী হবে।   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *