৩০০ তৃণমূল কর্মীর দলবদল! পঞ্চায়েতের আগে বড় দাবি কংগ্রেসের

৩০০ তৃণমূল কর্মীর দলবদল! পঞ্চায়েতের আগে বড় দাবি কংগ্রেসের

কলকাতা: পঞ্চায়েত ভোটের আর ৪ দিন বাকি। তার আগে বড় রকমের দলবদল ঘটে গেল বাংলায়। তা এবার শাসক দলে কেউ যোগদান করেনি। বরং ঘটেছে উল্টো ঘটনা। তৃণমূল কংগ্রেস থেকে বিশাল সংখ্যক কর্মী যোগদান করেছে কংগ্রেস। মঙ্গলবার মুর্শিদাবাদের বেলডাঙায় আয়োজিত জনসভায় লোকসভার কংগ্রেস নেতা তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর উপস্থিতিতে প্রায় ৩০০ জন তৃণমূল কর্মী-সমর্থক দল বদলেছেন বলে জানান হয়েছে। 

আসন্ন পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের প্রার্থীদের সমর্থনে আয়োজিত ওই জনসভায় এই দলবদল ঘটার পর তৃণমূল কংগ্রেসকে একহাত নেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। এছাড়া কংগ্রেস শিবির থেকে দাবি করা হয়েছে, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে এই জেলায় শাসক শিবির ধরাশায়ী হবে। আসলে গত কয়েক মাসে মুর্শিদাবাদ জেলায় তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদানের ঘটনা দেখা গিয়েছে অনেকবার। সেই প্রেক্ষিতে খাতায়-কলমে যে কংগ্রেস ভোটের আগে তৃণমূলের থেকে এগিয়ে তা বলা যায় বৈকি। 

তবে পঞ্চায়েতের আগে সবথেকে বড় ধাক্কা কংগ্রেসকে সেই তৃণমূলই দিয়েছিল। তা হল বায়রন বিশ্বাসের দলবদলের ঘটনা। সাগরদিঘি উপনির্বাচনের কংগ্রেস তথা জোট প্রার্থী হয়ে জেতা বাইরন ফলাফলের তিন মাসের মধ্যেই তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলের নাম লেখান। বিধানসভা ভোটে শূন্য হয়ে যাওয়া কংগ্রেসকে তিনি অক্সিজেন দিয়েছিলেন সাগরদিঘিতে জিতে। সেই বায়রন ধাক্কাও বড় জোরদার দিয়েছেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + 3 =