ডিউটি শেষে সময়টুকু শুধু ওদের, সমাজ সেবাই নেশা এই সিভিক ভলন্টিয়ারের

ডিউটি শেষে সময়টুকু শুধু ওদের, সমাজ সেবাই নেশা এই সিভিক ভলন্টিয়ারের

6fa7a5e1163fdb5407e86d88ee51d32e

 কলকাতা:  পেশায় তিনি সিভিক ভলেন্টিয়ার৷ কিন্তু তাঁরা নেশায় সমাজের সেবা৷ ডিউটির সময়টুকু বাদ দিয়ে তাঁর সময় কাটে স্টেশন চত্বরের অনাথ আশ্রমে৷

আরও পড়ুন- স্বাস্থ্যসাথী কার্ডের টাকা ফুরলে মিলবে কি নিখরচায় চিকিৎসা? স্পষ্ট করলেন স্বাস্থ্য অধিকর্তা

কিছু দিন আগে একটা ঘটনা শোরগোল ফেলে দিয়েছিল৷ চোর সন্দেহে বুকে পা তুলে মারধরের ছবি দেখে আঁতকে উঠেছিল কলকাতার মানুষ৷ ৮ নভেম্বর এক্সাইড মোড়ের এই ঘটনা ভাইরাল হয়ে যায়৷ দেখা যায় সিভিল ভলেন্টিয়ার তন্ময় বিশ্বাসের এই অমানবিক আচরণ৷ যাকে কেন্দ্র তোলপাড় হয় রাজ্য৷ ওঠে সমালোচনার ঝড়৷ একদিন তন্ময় বিশ্বাসের এই অমানবিক আচরণ, অন্যদিকে সম্পূর্ণ ভিন্ন ছবি দেখা গেল বীরভূমের রামপুরহাটে৷ 

শিবায়ন ভট্টাচার্য৷ তিনিও আইন রক্ষক৷ পেশায় রামপুরহাট থানার ট্রাফিক পুলিশের সিভিক ভলেন্টিয়ার৷ নেশা কিন্তু সমাজ সেবা৷ ডিউটির পর যেটুকু সময় হাতে পান, সেই সময় টুকু বরাদ্দ বস্তি ও অনাথ আশ্রমের শিশুদের জন্য৷ তাঁদের পড়িয়েই আনন্দ পান শিবায়ন৷ শুধু পড়ানোই নয়, বেতনের সামান্য টাকা থেকেই অনাথ শিশুদের জন্য বই-খাতা-পেনসিল, জামা কাপড় কিনে দেন শিবায়ন৷ রামপুরহাট স্টেশনে গেলেই ভবঘুরেদের সঙ্গে দেখা মিলবে তাঁর৷   

এদিকে, দিন কয়েক আগেই কলকাতায় জর্জ ফ্লয়েডের স্মৃতি উস্কে দিয়েছিলেন তন্ময়৷ মহানগরে ফিরেছিল আমেরিকার মিনিয়াপোলিসের স্মৃতি৷ হাঁটু দিয়ে কৃষ্ণাঙ্গ জর্জের গলা চেপে ধরেছিল শেতাঙ্গ পুলিশ৷ দম বন্ধ হয়ে আসছে দেখেও হাঁটু সরাননি পুলিশ অফিসার ডেরেক শভিন৷ অবশেষে মৃত্যু হয় জর্জের৷ ৮ নভেম্বর ভাইরাল হয় সিভিক ভলেন্টিয়ার তন্ময়ের কাণ্ড৷ চোর সন্দেহে আটক এক যুবককে রাস্তায় ফেলে একের পর এক লাথি মেরে চলে সে৷ ওঠার চেষ্টা করতেই বুকের উপর বুট পরা পা তুলে দেন তন্ময়৷ এই ঘটনায় নিন্দার ঝড় ওঠে রাজ্যজুড়ে৷ অবশেষে বরখাস্ত করা হয় তাঁকে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *