নজরে সিভিক ভলেন্টিয়াররা, দ্রুত আই কার্ড দিতে চলেছে রাজ্য সরকার

ট্রাফিক পরিস্থিতি সামলানো থেকে শুরু করে, থানার নিত্য প্রয়োজনীয় কাজ, সবই করেন সিভিক ভলেন্টিয়াররা

 

কলকাতা: পুলিশের সঙ্গে ট্রাফিক পরিস্থিতি সামলানো থেকে শুরু করে, থানার নিত্য প্রয়োজনীয় কাজ, সবই করেন সিভিক ভলেন্টিয়াররা। কিন্তু এতদিন এই কাজের সঙ্গে যুক্ত থাকলেও তাদের আলাদা কোনো পরিচয় পত্র বা আই কার্ড ছিল না। এবারে সেই কাজ সম্পন্ন করতে চলেছে রাজ্য সরকার। জানা গিয়েছে, দ্রুত রাজ্য এবং কলকাতা পুলিশে কর্মরত সিভিক ভলেন্টিয়ারদের আই কার্ড দিতে চলেছে রাজ্য প্রশাসন। এই বিষয়ে ইতিমধ্যেই পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের তরফে লিখিত প্রস্তাব পাঠানো হয়েছে রাজ্য পুলিশের ডিরেক্টরেটের কর্তাদের কাছে।

সিপিএম জমানার শেষ দিক থেকে পুলিশে ভলেন্টিয়ারদের নিযুক্ত করা হয়েছিল। প্রথমদিকে এই সমস্ত কর্মীদের কোথাও বলা হত গ্রীন পুলিশ, কোথাও বলা হত সিভিক পুলিশ। কিন্তু এই সরকার তাদের নাম বদলে করেছে সিভিক ভলেন্টিয়ার। তবে এতদিন পর্যন্ত এই সমস্ত ভলেন্টিয়ারদের কোনো সচিত্র পরিচয় পত্র ছিল না, তাই এবার তাদের সচিত্র পরিচয় পত্র বা আই কার্ড দেওয়ার বন্দোবস্ত করা হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে। তবে শুধু আই কার্ড নয়, করোনাভাইরাস ভ্যাকসিন বেরোলে তাদেরও ‘কোভিড ওয়ারিওর’ হিসেবে টিকা দেওয়া হবে বলে বিবেচনা করা হচ্ছে। তার কারণ, চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের পরে পুলিশরা যেমন ভাইরাস সংক্রমণ রোধে সামনের সারিতে দাঁড়িয়ে কাজ করেছেন, তেমনই সিভিক ভলেন্টিয়াররাও একই কাজ করেছে। সে ক্ষেত্রে পুলিশ কর্মীদের সঙ্গে তাদের টিকা দেওয়ার তালিকা প্রস্তুত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

তথ্য অনুযায়ী, এই মুহূর্তে কলকাতা এবং রাজ্য পুলিশ মিলিয়ে মোট দেড় লাখের কাছাকাছি সিভিক ভলেন্টিয়ার রয়েছে। সঠিক পরিচয় পত্র বা আই কার্ড না থাকার জন্য অনেক জায়গায় তাদের ডিউটি করতে সমস্যা দেখা দিচ্ছে। অন্যদিকে রাজ্য সরকার তাদের চিকিৎসা এবং অবসরকালীন ভাতা দেওয়ার কথাও চিন্তা করছে। সেক্ষেত্রেও প্রয়োজন রয়েছে সঠিক পরিচয় পত্রের। তাই আর সময় নষ্ট না করে সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে ব্যবস্থা নেওয়ার কাজ শুরু করছে রাজ্য তৃণমূল সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five + two =