Aajbikel

এগরাকাণ্ডের তদন্তে CID, বিজেপির NIA-র দাবিকেও 'স্বাগত' জানালেন মুখ্যমন্ত্রী

 | 
মমতা

কলকাতা: পূর্ব মেদিনীপুরের এগরায় ভয়ানক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ওই ঘটনায় বিকেল পর্যন্ত পাঁচ জনের মৃত্যু হয়েছে। গুরুতর জখম সাত জন। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এগরা বিস্ফোরণ নিয়ে রাজ্য সরকার প্রয়োজনীয় তদন্ত শুরু করেছে। সিআইডিকে তদন্তভার দেওয়া হয়েছে। কিন্তু বিজেপির পক্ষ থেকে রাজ্য সরকারের দিকে আঙুল তুলে এনআইএ তদন্তের দাবি জানান হয়েছে। তাকেও 'স্বাগত' জানিয়েছেন মমতা। 

মঙ্গলবার দুপুরে পূর্ব মেদিনীপুরের এগরার খাদিকুল এলাকায় এক বাজি কারখানায় বিস্ফোরণ ঘটে। অনেকের দাবি, বাজি তৈরির আড়ালে বোমা তৈরি হত ওই কারখানায়। এই বিষয়ে বিজেপির অভিযোগ, পঞ্চায়েত ভোটের প্রস্তুতি চলছিল বোমা তৈরি করে। তাই এই ঘটনায় এনআইএ তদন্ত চাই। এক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও জানিয়েছেন, এনআইএ তদন্ত নিয়ে তাঁর কোনও আপত্তি নেই। তাঁর কথায়, তাঁদের কেউ এই ঘটনায় জড়িত নেই। তাই যারা এনআইএ বলে চিৎকার করছে তাদের নিয়ে কোনও আপত্তি নেই তাঁর। যদি সত্যিই কেউ এনআইএ তদন্ত করলে বিচার পান তাহলে ভালোই। 

কিন্তু এনআইএ তদন্ত নিয়ে একটি শর্ত দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, যেন আসল দোষী ধরা পড়ে। কী করে কারখানার মালিক জামিন পেল, কী করে বন্ধ হয়ে যাওয়া কারখানা নতুন করে খুলল, তা যেন সামনে আসে। অবশ্য এই বিষয়ে বিজেপিকেও একহাত নিয়েছেন তিনি। বলেছেন, যে কোনও ঘটনায় কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে তদন্তের দাবি বিজেপি নেতাদের একটা ‘ফর্মুলা’ ছাড়া আর কিছু নয়। 

Around The Web

Trending News

You May like