বাঁকুড়া: শিশু পাচার কাণ্ডের ঘটনায় তদন্তে বাঁকুড়ায় পৌঁছাল সিআইডি-র পাঁচ সদস্যের এক তদন্তকারী দল। ওই তদন্তকারী দলে দু’জন মহিলা আধিকারিকও রয়েছেন। শুক্রবার দুপুরে তাঁরা বাঁকুড়া সদর থানায় পৌঁছান।
সিআইডি-র তদন্তকারী দলের সদস্যরা বাঁকুড়া সদর থানায় পৌঁছেই আই.সি-র সাথে তদন্তের গতিপ্রকৃতি নিয়ে আলোচনা করেন। এমনকি তদন্তের প্রয়োজনে জওহর নবোদয় বিদ্যালয়ে যেতে পারেন ও একই সঙ্গে শিশু পাচার কাণ্ডে পুলিশ হেফাজতে থাকা বিদ্যালয়ের অধ্যক্ষ কে.কে রাজোরিয়া সহ অন্যান্যদের জিজ্ঞাসাবাদও করতে পারেন বলে মনে করা হচ্ছে।
শনিবারই তিন অভিযুক্তের পুলিশ হেফাজতে থাকার মেয়াদ শেষ হচ্ছে। সেক্ষেত্রে আদালতে ওই অভিযুক্তদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদনও সিআইডি জানাতে পারে, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞ মহলের একাংশ। প্রসঙ্গত, কয়েকদিন আগে স্থানীয়দের মাধ্যমে শিশু পাচার চক্রের ঘটনা সামনে আসে৷ দেখা যায়, খোদ জওহর নবোদয় বিদ্যালয়ের অধ্যক্ষ রাজোরিয়া এই ঘটনায় অভিযুক্ত৷ ঘটনার জেরে এলাকায় এখনও চাঞ্চল্য রয়েছে বাসিন্দাদের মধ্যে৷