কলকাতা: সিবিআইয়ের পাল্টা অস্ত্র এবার কি সিআইডি? ফিরহাদ, সুব্রত, মদনের গ্রেফতারির পরে এবারে বিজেপির উপর পাল্টা চাপ তৈরি কৌশল? বৃহস্পতিবার রাতে বিজেপি নেতা অর্জুন সিংয়ের বাড়িতে গিয়ে নোটিস দিয়ে এলেন সিআইডির আধিকারিকরা৷ সমবায় ব্যাঙ্ক দুর্নীতি মামলায় অর্জুনকে আগামী ২৫ মে বেলা ১১টার সময় ভবনী ভবনে হাজিরা দেওয়ার কথা জানানো হয়েছে। নারদকাণ্ডে তৃণমূলের দুই মন্ত্রী ও এক বিধায়কের গ্রেফতার ও জামিন নিয়ে দীর্ঘ টানাপোড়েনের আবহে সিআইডির এহেন তৎপরতা ঘিরে নানা মহলে উঠছে নানান প্রশ্ন উঠতে শুরু করেছে৷
বৃহস্পতিবার রাত সাড়ে আটটা নাগাদ জগদ্দলে অর্জুন সিংয়ের বাড়ি মজদুর ভবনে যান সিআইডির আধিকারিকরা। সেই সময় যদিও বাড়িতে ছিলেন না বিজেপি নেতা। বাড়ির বাইরে প্রায় এক ঘণ্টা অপেক্ষা করেও অর্জুনের দেখা না মেলায় বাড়ির দেওয়ালেই নোটিস সেঁটে দেন সিআইডির আধিকারিকরা। নোটিস লেখা রয়েছে, সমবায় ব্যাঙ্ক দুর্নীতি মামলায় তাঁকে তলব করা হচ্ছে। আগামী ২৫ মে বেলা ১১টার মধ্যে ভবানী ভবনে উপস্থিত হতে হবে তাঁকে। রাজনৈতিক মহলের একাংশের অনুমান, এবার কেন্দ্রের সিবিআইয়ের পাল্টা হিসাবে রাজ্য সিআইডিকে ব্যবহার করা হচ্ছে না তো? আর সেই কারণে কি প্রথমেই ‘টার্গেট’ করা হয়েছে বিজেপি নেতা অর্জুন সিংকে? যাদিও এই বিজেপি নেতার নামে রয়েছে কয়েক কোটি টাকার দুর্নীতির মতো অভিযোগ৷