উত্তরকন্যা অভিযান: কীভাবে মৃত্যু হল বিজেপি কর্মীর? তদন্তে সিআইডি

উত্তরকন্যা অভিযান: কীভাবে মৃত্যু হল বিজেপি কর্মীর? তদন্তে সিআইডি

 

শিলিগুড়ি : ক্রমেই ঘনীভূত হচ্ছে বিজেপি কর্মী উলেন রায়ের মৃত্যু রহস্য৷ সোমবার শিলিগুড়িতে উত্তরকন্যা অভিযানে বিজেপি কর্মী উলেন রায়ের মৃত্যু নিয়ে উত্তপ্ত হয়েছে রাজ্য রাজনীতি। মঙ্গলবার ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট আসার পর রাজ্য পুলিশ জানিয়েছে, ‘শটগান’ অর্থাৎ ‘ছররা’র গুলিতে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির৷ রাজ্য পুলিশের তরফ থেকে এই ঘটনার তদন্তভার তুলে দেওয়া হয়েছে সিআইডির হাতে৷

গত সোমবার উত্তরকন্যা অভিযানে হত হন বিজেপি কর্মী উলেন রায়৷ হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। তারপর থেকেই বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়, পুলিশের গুলি লেগে মারা গিয়েছেন উলেন। কিন্তু রাজ্য পুলিশের তরফে একটি বিজ্ঞপ্তি দিয়ে দাবি করা হয়, একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করা হলে পুলিশ কেবলমাত্র কাঁদানে গ্যাস ছুড়েছে৷ কোনোরকম আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়নি বলে জানিয়েছে পুলিশ৷ 

মঙ্গলবার উলেন রায়ের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট আসার পর রাজ্য পুলিশের দাবি আরও স্পষ্ট হয়৷ তাদের তরফ থেকে পরপর তিনটি টুইট করে জানানো হয় যে, ‘উলেন রায়ের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী শটগান বা ছররা বন্দুকের গুলি লেগে মৃত্যু হয়েছে তাঁর। কিন্তু পুলিশের তরফে কোনরকম আগ্নেয়াস্ত্রের ব্যবহার হয়নি। তাহলে শটগান চালালো কে? এখানেই বোঝা যাচ্ছে, বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্যই দলেরই কেউ আগ্নেয়াস্ত্র নিয়ে আসে এবং উলেনকে খুব কাছ থেকে গুলি করা হয়। এই ঘটনা আগে কখনও হয়নি৷’ এরপর এই গোটা ঘটনা তদন্তভার তুলে দেওয়া হয় সিআইডির হাতে।

তবে সোমবার এ ঘটনার পর থেকেই পুলিশের বিরুদ্ধে সরব হয়েছে বিজেপির শীর্ষমহল। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দাবি করেছেন, পুলিশ উলেনকে পিটিয়ে ও গুলি করে হত্যা করে। এদিকে ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশের পরেই গোটা বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে৷ রাজনৈতিক মহলের মতে, এই ঘটনার পরে নতুন করে উত্তপ্ত হতে রাজ্য রাজনীতি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *