সিআইডি পরিচয়ে সল্টলেকের বিভিন্ন গেস্ট হাউস থেকে তোলা আদায়ের অভিযোগ। এক মহিলা সহ গ্রেফতার তিন। পুলিস সূত্রে খবর, সোমবার বাপ্পা খাটুয়া নামে এক ব্যক্তি বিধাননগর পূর্ব থানায় অভিযোগ দায়ের করেন, যে গত ৪ তারিখ এক মহিলা ও এক ব্যক্তি তাঁর গেস্টহাউসে আসেন। তাঁরা নিজেদেরকে সিআইডি বলে পরিচয় দেন। ব্যবসা চালাতে গেলে ১০ হাজার টাকা তোলা দিতে হবে বলে দাবি করেন ওই মহিলা। অভিযুক্তদের হাতে টাকা তুলে দেওয়ার আগে পুলিসে খবর দেন ওই ব্যবসায়ী। টাকা নিতে এলে ঘটনাস্থল থেকেই তিনজনকে গ্রেফতার করে পুলিস। এর আগে অভিযুক্তরা সল্টলেকের এএল, বিএল ব্লকের বেশ কয়েকটি গেস্ট হাউস থেকে একই ভাবে টাকা আদায় করেছে বলে পুলিস সূত্রে খবর। এই ঘটনায় আর কারা জড়িত? তা খতিয়ে দেখা হচ্ছে।
সিআইডি পরিচয়ে দিয়ে প্রতারণা, জালে মহিলা সহ তিন
সিআইডি পরিচয়ে সল্টলেকের বিভিন্ন গেস্ট হাউস থেকে তোলা আদায়ের অভিযোগ। এক মহিলা সহ গ্রেফতার তিন। পুলিস সূত্রে খবর, সোমবার বাপ্পা খাটুয়া নামে এক ব্যক্তি বিধাননগর পূর্ব থানায় অভিযোগ দায়ের করেন, যে গত ৪ তারিখ এক মহিলা ও এক ব্যক্তি তাঁর গেস্টহাউসে আসেন। তাঁরা নিজেদেরকে সিআইডি বলে পরিচয় দেন। ব্যবসা চালাতে গেলে ১০ হাজার টাকা তোলা