শীতলকুচি গুলিকাণ্ডে কেন্দ্রীয় বাহিনীর ৬ জওয়ানকে ফের তলব

শীতলকুচি গুলিকাণ্ডে কেন্দ্রীয় বাহিনীর ৬ জওয়ানকে ফের তলব

 

কলকাতা: গত নির্বাচনের দিন কোচবিহারের শীতলকুচির জোড়াপাটকির স্কুলে গুলি চালানোর ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্যে রাজ্য গোয়েন্দা সংস্থা সিআইডি ওদিন সেখানকার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর ৬ জওয়ানকে ফের তলব করেছে৷

আগামী ২৫ মে থেকে ২ জুনের মধ্যে তাদের আলাদাভাবে ডাকা হয়েছে বলে ভবানী ভবন সূত্রে জানা গিয়েছে৷ এইজন্যে সিআইডির তরফে সিআইএসএফের আইজিকে চিঠি দেওয়া হয়েছে৷ এর আগে তাঁদের দুই বার তলব করা হলেও তাঁরা আসেননি৷ অতিমারীর কারণ দেখিয়ে জওয়ানদের তরফে ভার্চুয়াল কনফারেন্সের আর্জি জানান হয়৷ সিআইডি তা খারিজ করে দিয়েছে৷ এইদিকে ঘটনার পুনর্নিমান করতে সিআইডির একটি দল আগামী সপ্তাহে জোড়পাটকি যাচ্ছে বলে সূত্রের খবর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 5 =