রক্ষী খুনের ঘটনায় শুভেন্দুর প্রাক্তন রক্ষীকে আটক করল সিআইডি

রক্ষী খুনের ঘটনায় শুভেন্দুর প্রাক্তন রক্ষীকে আটক করল সিআইডি

 

কাঁথি: শুভেন্দু অধিকারীর নিরাপত্তা রক্ষীর অস্বাভাবিক মৃত্যুর মামলায় এবার তারই আর এক প্রাক্তন দেহরক্ষীকে আটক করল রাজ্যের গোয়েন্দা পুলিশ৷ শনিবারই শুভেন্দুর বাড়িতে হানা দিয়েছিলেন সিআইডির তদন্তকারী অফিসারেরা৷ তারপরই অপর এক রক্ষীকে আটকের খবর সামনে আসতেই রাজনৈতিক মহলে চাঞ্চল্য শুরু হয়েছে৷ অসমর্থিত সূত্রের খবর, ওই রক্ষীকে গ্রেফতার করেছে সিআইডি৷ তবে জেলা পুলিশের তরফে এখনও গ্রেফতারির সত্যতা স্বীকার করা হয়নি৷

সূত্রের খবর, ধৃতের নাম সুশান্ত যশ৷ তিনি নিহত শুভব্রত চক্রবর্তীর সহকর্মী ছিলেন৷ তাঁরা দু’জনে একই সঙ্গে শুভেন্দুর দেহরক্ষী ছিলেন৷ প্রসঙ্গত, রক্ষী খুনের ঘটনায় ইতিমধ্যেই নিহতের স্ত্রীর অভিযোগের বিরুদ্ধে শুভেন্দুর বিরুদ্ধে খুনের মামলা রুজু করে তদন্তে নেমেছে সিআইডি৷ তবে দু দু’বার শুভেন্দুর বাড়ির চৌকাঠে হানা দিলেও এখনও তাঁকে জেরা করা হয়নি৷ তদন্তকারী এক অফিসারের কথায়, ‘‘আমরা আগে তদন্তের বাকি প্রক্রিয়া গুটিয়ে আনতে চাইছি৷ তারপরই জেরা করা হবে শুভেন্দু অধিকারীকে৷’’

২০১৮ সালের অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে গুলিবিদ্ধ হয়ে মৃতু হয় শুভেন্দু অধিকারীর তৎকালীন নিরাপত্তা রক্ষী শুভব্রত চক্রবর্তীর৷ শুভব্রতর স্ত্রী সুপর্ণা কাঞ্জিলাল চক্রবর্তী সম্প্রতি কাঁথি থানায় স্বামীর মৃত্যুর তদন্ত চেয়ে মামলা দায়ের করেছেনন। তাতে সরাসরি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ও ১২০ (বি) ধারায় খুনের অভিযোগে মামলার রুজু করে পুলিশ৷ তদন্তে নেমেই দফায় দফায় অধিকারী পরিবারের বাড়িতে হানা দিচ্ছেন গোয়েন্দারা৷ এর আগে তাঁরা শুভেন্দুকে না পেয়ে তাঁর ভাই তথা  তমলুকের তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারীকে জেরা করেছিলেন৷ শনিবার শান্তিকুঞ্জের ভিডিও গ্রাফিও করতে দেখা যায় গোয়েন্দাদের৷ তারপর আজ রবিবার অপর এক রক্ষীকে আটক৷

স্বাভাবিকভাবেই রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর গ্রেফতারি নিয়ে জল্পনা বাড়ছে৷ রাজনৈতিক মহলের তদন্তের গতি প্রকৃতি দেখে মনে হচ্ছে দ্রুত তদন্ত প্রক্রিয়া নিস্পত্তির দিকে এগোচ্ছে রাজ্য৷ তাতে শুভেন্দুর বিড়ম্বনা নিয়ে বাড়ছে জল্পনা৷ যদিও এবিষয়ে শুভেন্দুর কোনএ প্রতিক্রিয়া মেলেনি৷ তবে শুভেন্দু ঘনিষ্ঠ কাঁথির বিজেপি নেতা কনিষ্ক পণ্ডার দাবি, ‘‘প্রতিহিংসার রাজনীতি তো দাদার ওপর চলছে বাম আমল থেকেই৷ এটা নতুন কিছু নয়৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − four =