কলকাতা: মহানায়ক উত্তমকুমার স্টেশনের ইয়ার্ডে নয়া পরিকাঠামো গড়ার কাজ রবিবার শেষ হল। বেশ কিছু দিন ধরে সেখানে এই কাজ চলছিল। তার জন্য ট্রেন চলাচলও নিয়ন্ত্রণ করা হয়। একই কারণে এদিন দমদম এবং কবি সুভাষ স্টেশন থেকে ট্রেন চলাচলের সূচনা হয় সকাল ৯টা ৫০ মিনিটের বদলে দুপুর ২টোয়। দেরিতে ট্রেন চলায় অনেকে সমস্যায় পড়েন। বিশেষত, ছুটির দিন থাকায় এদিন অনেকেই বেড়াতে বের হয়েছিলেন। সকালে ট্রেন না চলায় খুব স্বাভাবিকভাবেই বাস-ট্যাক্সিতে যেতে হয় যাত্রীদের। এদিকে, আজ সোমবার, আগামী কাল, মঙ্গলবার এবং বর্ষ শেষের দিনটিতে যাত্রীদের সুবিধার জন্য বিশেষ সূচিতে ট্রেন চালাবে মেট্রো। তারা জানিয়েছে, পৌনে সাতটার বদলে এই তিন দিন দমদম-কবি সুভাষ স্টেশনের মধ্যে মেট্রো চলাচলের সূচনা হবে সকাল আটটায়। এই দুই প্রান্ত থেকে শেষ ট্রেন রাত ৯টা ৫৫ মিনিটের পরিবর্তে ছাড়বে রাত ১১টা ১০ মিনিটে। কাজেই, আজ, সোমবার সকাল পৌনে সাতটা থেকে যেহেতু মেট্রো চালানো হবে না, তাই কিছু যাত্রী সমস্যায় পড়বেন বলে আশঙ্কা করা হচ্ছে। তবে আজ, অন্যান্য কাজের দিনের মতোই আপ-ডাউন মিলিয়ে ৩০০টি ট্রেন চালানো হবে। ২৫ ডিসেম্বরে আপ-ডাউন মিলিয়ে চলবে ২২৪টি ট্রেন। ৩১ ডিসেম্বরও আপ-ডাউন মিলিয়ে ৩০০টি ট্রেনই চালানো হবে।
যাত্রীদের জন্য বড়দিনের উপহার মেট্রো রেল কর্তৃপক্ষের
কলকাতা: মহানায়ক উত্তমকুমার স্টেশনের ইয়ার্ডে নয়া পরিকাঠামো গড়ার কাজ রবিবার শেষ হল। বেশ কিছু দিন ধরে সেখানে এই কাজ চলছিল। তার জন্য ট্রেন চলাচলও নিয়ন্ত্রণ করা হয়। একই কারণে এদিন দমদম এবং কবি সুভাষ স্টেশন থেকে ট্রেন চলাচলের সূচনা হয় সকাল ৯টা ৫০ মিনিটের বদলে দুপুর ২টোয়। দেরিতে ট্রেন চলায় অনেকে সমস্যায় পড়েন। বিশেষত, ছুটির