রণক্ষেত্র চোপড়া: কীভাবে বাংলায় চলছে প্রশাসন? স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবেন রাজ্যপাল!

রণক্ষেত্র চোপড়া: কীভাবে বাংলায় চলছে প্রশাসন? স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবেন রাজ্যপাল!

 
রায়গঞ্জ: কিশোরী মৃত্যুর ঘটনায় রণক্ষেত্র উত্তর দিনাজপুরে চোপড়া৷ পুলিশের বিরুদ্ধে ক্ষোভ, ভাঙচুর-অগ্নিকাণ্ডে যখন বঙ্গ রাজনীতির ময়দান, ঠিক তখনই রাজ্যের আইন-শৃংখলার প্রসঙ্গ তুলে নাম না করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে টুইটারে খোঁচা দিলেন রাজ্যের প্রধান৷

টুইটারে রাজ্যপাল মুখ্যমন্ত্রীর খোঁচা দিয়ে লিখেছেন, ‘‘রাজ্যের পরিস্থিতি উদ্বেগজনক৷ দুপুরে কথা বলব স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে৷ কীভাবে প্রশাসন চলছে, তা জানাব৷ রাজ্যের স্বার্থই আমার কাছে সব থেকে বড়৷ সাধারণ মানুষের দুর্দশা থেকে মুক্ত করার জন্য কাজ করছি৷ সংবিধানের ১৫৯ অনুচ্ছেদ উল্লেখ আছে রাজ্যপালের ভূমিকার কথা৷ সেকথা মাথায় রেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাজ্য প্রশাসন সংক্রান্ত আলোচনা হবে৷ ওই ধারায় বলা হয়েছে, সংবিধান রক্ষা এবং সংবিধান মেনে প্রশাসন চালাতে রাজ্যপালের উদ্যোগ সর্বাত্মক৷ রাজ্যবাসীর কল্যাণে রাজ্যপালকে সর্বক্ষণ নিয়োজিত থাকতে হয়৷ পশ্চিমবঙ্গের মানুষের প্রতি আমি দায়বদ্ধ৷’’ টুইটারে রাজ্যপালের এই মন্তব্য বাংলায় রাষ্ট্রপতি শাসনের ইঙ্গিত দিচ্ছে নাতো? আশঙ্কায় দিন গুনছেন রাজ্যের পর্যবেক্ষক মহলের একাংশ৷

অন্যদিকে, উত্তর দিনাজপুরের চোপড়া পুলিশের উপর হামলার ঘটনায় গ্রেপ্তার হয়েছে ১৬৷ গতকাল কিশোরীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্রে চেহারা নেয় চোপড়ার সোনারপুর৷ জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান বাসিন্দারা৷ পুলিশের উপর আক্রমণ ভাঙচুর করা হয়৷ পুলিশের গাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া হয়৷ স্থানীয় জনতার ছোড়া ইটে পুলিশের বেশ কয়েকজন জখম হন৷ পাল্টা হামলায় জখম বেশ কয়েকজন বাসিন্দা৷ পুলিশ সূত্রে খবর, ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ৷ পুলিশি কাজে বাধা, পুলিশের উপর হামলা, সরকারি সম্পত্তি নষ্ট, অগ্নিসংযোগসহ একাধিক ধারায় মামলা করা হয়েছে৷ রাজ্য পুলিশের তরফে টুইট করে জানানো হয়েছে, ময়নাতদন্তের ভিডিওগ্রাফি করা হয়েছে৷ ময়নাতদন্ত রিপোর্ট অনুযায়ী বিষক্রিয়ার ফলে মৃত্যু হয়েছে৷ মৃতদেহকে কোথাও কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি৷ যদিও, বিজেপির তরফে তোলা হয়েছে পাল্টা অভিযোগ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 + 6 =